স্থানীয় সংবাদ

সরকারসুস্থ-সবল জাতি গড়ে তুলতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে

# মাসব্যাপী টাইফয়েড টিকাদান উদ্বোধন অনুষ্ঠানে প্রশাসক #

স্টাফ রিপোর্টারঃ খুলনা মহানগরীতে মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উদ্বোধন করা হয়েছে। কেসিসি প্রশাসক মো: ফিরোজ সরকার রবিবার বেলা ১১টায় খালিশপুর কালেজিয়েট গার্লস স্কুল এবং বেলা সাড়ে ১১টায় দারুল কুরআন দাখিল মাদরাসা প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রশাসক বলেন, সরকার একটি সুস্থ-সবল জাতি গড়ে তুলতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। দেশব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সেই উদ্যোগেরই একটি অংশ। উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে করে তিনি বলেন, প্রতিযোগিতামূলক এই যুগে টিকে থাকতে হলে সুস্থতার কোন বিকল্প নেই। শিশুরাই টাইফয়েড জ¦রে বেশী আক্রান্ত হয়ে থাকে বিধায় নিজেদের সুস্থ-সবল রাখতে নির্ভয়ে পাশর্^ প্রতিক্রিয়াহীন এ টিকা গ্রহণের জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। একই সাথে এ বিষয়ে প্রচার প্রচারণার মাধ্যমে জনসচেতনতা তৈরীতে তিনি সাংবাদিক ও শিক্ষকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন। ৪ মাস থেকে ১৫ বছরের কম বয়সী একটি শিশুও যেন এ ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে সেদিকে লক্ষ্য রাখার জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন।কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শরীফ আসিফ রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব মো: শফিউল আলম, ইসলামিক ফাউন্ডেশন-খুলনার পরিচালক মো: আনিসুজ্জামান সিকদার, পরিবার-পরিকল্পনা-খুলনার উপপরিচালক মো: আকিব উদ্দিন, বিশ^ স্বাস্থ্য সংস্থার এসআইএমও ডা. নাজমুর রহমান সজিব ও ইউনিসেফ-এর ইপিআই স্পেশালিস্ট ডা. তাপস হালদার, জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম। স্বাগত বক্তৃতা করেন কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম। অন্যান্যের মধ্যে সদর থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আবদুল মমিন, সদর থানা প্রাথমিক শিক্ষা অফিসার মো: শাহজাহান, কেসিসি’র শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এসকেএম তাছাদুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, প্রধান কর নির্ধারক শেখ হাফিজুর রহমান, লাইসেন্স অফিসার খান হাবিবুর রহমান, স্টোর সুপার উজ্জ¦ল কুমার সাহা, ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা মো: শাহীনুর জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।উল্লেখ্য, টাইফয়েড জ¦র সংক্রমণ প্রতিরোধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের অধীন সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় নগরীতে মাসব্যাপী এ ক্যাম্পেইন পরিচালিত হবে। টিকাদান ক্যাম্পেইন সফল করতে মহানগরীকে ৪টি জোনে ভাগ করে ৬২ জন সুপারভাইজারের তত্ত্বাবধানে ২’শ ৫২ জন টিকাদার এবং ৩’শ ৫০ জন স্বেচ্ছসেবী নিয়োজিত রয়েছে। ১’শ ৩৪টি প্রাইমারী ও ১’শ ১২টি মাধ্যমিক স্কুলসহ ৩’শ ১৯টি অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন কমিউনিটির ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সর্বমোট ১ লক্ষ ৭২ হাজার ৩’শ ৭০ জন ছেলে ও মেয়েকে টিকাদানের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। টিকা পেতে জন্ম নিবন্ধন সনদের তথ্য (১৭ ডিজিট) িি.িাধীবঢ়র.মড়া.নফ ওয়েব সাইটে নিবন্ধন সম্পন্ন করতে হবে। যাদের জন্মনিবন্ধন সনদ নাই তাদের জন্যও বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button