লাইসেন্স ছাড়া অত্যাবশ্যকীয় পণ্য বিক্রয়ে নিষেধাজ্ঞা

গণবিজ্ঞপ্তি ঃ
তথ্যবিবরণী ঃ অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ এর অনুবৃত্তিক্রমে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আদেশ, ১৯৮১ এর ২২ (১) ও (২) লোহা ও স্টীলের সামগ্রী, (০২) সিমেন্ট, (০৩) সকল প্রকার কাপড় (পাইকারী বিক্রয়), (৪) সকল প্রকার সুতা (পাইকারী/খুচরা বিক্রয়), (৫) দুগ্ধ খাদ্য (৬) সিগারেট (পাইকারী বিক্রেতা ও বন্টনকারী) এবং স্বর্ণ (সংগ্রহ, সংরক্ষণ ও বিতরণ) আদেশ, ১৯৮৭ এর ৫(১) ধারা অনুযায়ী (১) স্বর্ণ জুয়েলারী ও (২) স্বর্ণ কারিগরি ব্যবসা পরিচালনার নিমিত্ত লাইসেন্স গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, উপর্যুক্ত আইনের ধারা অনুযায়ী লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে কিছু কিছু ব্যক্তি/প্রতিষ্ঠান তাদের ব্যবসা পরিচালনা করছে, যা আইনের পরিপন্থী। এ কাজের ফলে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। পণ্যের ব্যবসা পরিচালনার জন্য জরুরি লাইসেন্স গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো। এই আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। খুলনার জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।



