লাইসেন্স ছাড়া হোটেল ও রেস্তোরাঁ চালানোতে নিষেধাজ্ঞা গণবিজ্ঞপ্তি ঃ

বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪ এর ৭ ধারা অনুযায়ী নিবন্ধন ও লাইসেন্স গ্রহণ ব্যতীত হোটেল ও রেস্তোরাঁ ব্যবসা পরিচালনার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪ এর ৮ ও ১০ ধারা অনুযায়ী নিবন্ধন ও লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে কিছু কিছু ব্যক্তি/প্রতিষ্ঠান আবাসিক হোটেল ও রেস্তোরাঁ পরিচালনা করছে, যা উক্ত আইনের পরিপন্থী। এ কাজের ফলে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। বাংলাদেশ হোটেল ও রেস্তোরা আইন, ২০১৪ এর ৭ ধারা আনুযায়ী নিবন্ধন ও লাইসেন্স গ্রহণ ব্যতীত হোটেল ও রেস্তোরাঁ ব্যবসা পরিচালনার জন্য অতিজরুরি নিবন্ধন ও লাইসেন্স গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো। অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। খুলনার জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।



