স্থানীয় সংবাদ
দুবলার রাস মেলায় ১ পর্যটক নিখোঁজ : অতপর উদ্ধার করলো কোস্টগার্ড

শরণখোলা বাগেরহাট প্রতিনিধি ঃ কোস্ট গার্ডের অভিযানে সমুদ্র হতে জীবিত উদ্ধার।প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে তার নাম ঠিকানা এখন পর্যন্ত পাওয়া যাইনি। দুবলার রাস মেলায় সুমন আহমেদ (২৭) নামের ১ পর্যটক নিখোঁজের পর কোস্ট গার্ডের অভিযানে সমুদ্র হতে জীবিত উদ্ধার।তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। সুমন আহমেদ বাগেরহাট জেলার,ফকিরহাট উপজেলার হোসলা গ্রামের মোঃ জোবেদ আলির ছেলে, তথ্য সুত্রে যানা যায় তিনি এখন আশঙ্কামুক্ত।



