জাতীয় সংবাদ

চট্টগ্রামে বাসে অগ্নিসংযোগকালে বিএনপি নেতাকে পুলিশে দিল ছাত্রলীগ

প্রবাহ রিপোর্ট : চট্টগ্রামে বাসে আগ্নিসংযোগ চেষ্টার অভিযোগে মশাল ও কেরোসিনসহ এক বিএনপি নেতা ও তার সহযোগীকে আটক করে পুলিশে দিয়েছে ছাত্রলীগ। গত রোববার রাতে নগরের আগ্রাবাদ থেকে তাদের আটক করে থানা ছাত্রলীগের নেতা-কর্মীরা। আটককৃতরা হলেন- ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মোস্তফা ও তার সহযোগী বিএনপি কর্মী মো. মাইনুদ্দিন। ডবলমুরিং থানার ওসি ফজলুল কাদের পাটোয়ারী বলেন, তারা আগ্রাবাদ জাম্বুরি পার্কের সামনে পার্ক করে রাখা বাসে আগুন দেওয়ার চেষ্টা করছিল। কিছু মশাল ও কেরোসিনসহ তাদের হাতেনাতে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বাসে অগ্নিসংযোগ চেষ্টার প্রতিবাদে ওই এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ ও শ্রমিকলীগ। ডবলমুরিং থানা ছাত্রলীগের সভাপতি ফরহাদ সায়েম ও সাধারণ সম্পাদক রাকিব হায়দারের নেতৃত্বে মিছিল অনুষ্ঠিত হয়। ডবলমুরিং থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হায়দার বলেন, তারা সারাদিন ওই এলাকায় ঘুরাঘুরি করছিল। এতে কয়েকজনের সন্দেহ হয়। একপর্যায়ে সন্ধ্যার পর মশাল, কেরোসিন আর পাউডার নিয়ে জাম্বুরি পার্কের সামনে পার্ক করে রাখা বাসে আগুন দেওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীরা সাধারণ মানুষকে নিয়ে তাদের আটক করে পুলিশে খবর দেয়। তবে মশাল মিছিল বের করার সময় তাদের আটক করে মারধরের পর ছাত্রলীগ পুলিশের হাতে তুলে দিয়েছে বলে অভিযোগ বিএনপির।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button