শিবচরে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ২

প্রবাহ রিপোর্ট : মাদারীপুর জেলার শিবচরে গণপিটুনিতে দুই জন নিহত হয়েছেন। নিহতরা হলেন মিরজন খালাসী (৪৩) ও আচমত আলি বেপারী হাসমত (৪৫)। গত সোমবার মধ্যরাতে উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের চর ছলেনামা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিরজন খালাসী বাঁশকান্দি ইউনিয়নের সুম্ভুক এলাকার মৃত আবু আলী খালাসীর ছেলে এবং আসমত আলী খান (৪৫) মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকার রত্তন খানের ছেলে। এরমধ্যে মিজন খালাসী ঘটনা স্থলেই নিহত হন। আর আসমত আলী মারা যান চিকিৎসাধীন অবস্থায়। মৃত্যুর আগে আহত আসমত আলী খান জানান, তারা ইজিবাইক চুরির উদ্দেশ্যে ওই এলাকায় যান। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার মধ্যরাতে সুম্ভুক এলাকার হালিম ফকিরের বাড়িতে পাঁচজনের এক সংঘবদ্ধ দল ইজিবাইক চুরির উদ্দেশ্যে যায়। এ সময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার-চেঁচামেচি করলে আশেপাশের লোকজন জেগে ওঠে। সংঘবদ্ধ চক্রটি বাড়ির পাশের এক ঝোপের মধ্যে গিয়ে লুকানোর চেষ্টা করে। এলাকায় ডাকাত পড়েছে’ এমন খবরে এলাকাবাসী বেড়িয়ে এসে ধাওয়া করে চক্রটিকে। চক্রের তিনজন পালিয়ে যেতে সক্ষম হলেও দুইজনকে আটক করে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা। গণপিটুনির একপর্যায়ে মিরজন নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে পুলিশ এসে নিহত ও আহত ব্যক্তিকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. মাইনুল ইসলাম বলেন, ভোর সাড়ে ৫টার দিকে দুইজনকে হাসপাতালে আনে পুলিশ। তাদের মধ্যে একজন আগেই মারা গেছেন। অন্যজনকে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা চলছে। শিবচর থানার এসআই গোলজার আলম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করি। এর মধ্যে একজন গণপিটুনিতে ঘটনাস্থলেই মারা যান। অন্যজনকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে গণপিটুনিতে আহত আচমত আলি বেপারী হাসমত (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. গোলাম রব্বানী বলেন, চিকিৎসাধীন অবস্থায় ডাকাত দলের আরও এক সদস্য মারা গেছেন। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।