প্রধানমন্ত্রী আমাকে একটা মিশনে ভূমি মন্ত্রণালয়ে পাঠিয়েছেন..নারায়ন চন্দ্র চন্দ

প্রবাহ রিপোর্ট ঃ ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, দক্ষ, স্বচ্ছ ও জনবান্ধব ভূমিসেবা নিশ্চিতের মিশনে প্রধানমন্ত্রী আমাকে ভূমি মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। স্মার্ট ভূমি ব্যবস্থাপনা বাস্তবায়ন করে এই মিশন পূরণ করতে আমি দৃঢ়ভাবে সংকল্পবদ্ধ। আমার বিশ্বাস, ভূমি মন্ত্রণালয়ের সবাই নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলে এ মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রী যা চাচ্ছেন তা পূরণ করা সম্ভব। মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাজধানীর ভূমি ভবনের কেন্দ্রীয় সেমিনার হলে আয়োজিত ‘ভূমি মন্ত্রণালয়ের আওতাভুক্ত দপ্তর/সংস্থাগুলোর কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ’ সভায় প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এসব কথা বলেন।
ভূমি মন্ত্রণালয়ে কর্মরত সবার বেতন জনগণের ট্যাক্সের টাকা থেকে আসে, বিষয়টি মনে করিয়ে দিয়ে ভূমিমন্ত্রী বলেন- বিত্তশালী এবং বিত্তহীন সব নাগরিকই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ট্যাক্স দেন। চাকরি করে নাগরিক সেবা দেওয়ার কর্তব্য যথাযথভাবে পালন না করার অর্থ হচ্ছে চাকরির উপার্জন হালাল না হওয়া। মানুষকে যথাযথ ভূমিসেবা দেওয়ার আহ্বান জানিয়ে ভূমি মন্ত্রণালয় ও এর আওতাভুক্ত দপ্তর এবং সংস্থায় কর্মরত গণকর্মচারীদের উদ্দেশে ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, আপনাদের প্রতি আমি আপিল (অনুরোধ) করছি, জনকল্যাণে যথাযথ ভূমিসেবা নিশ্চিত করতে কাজ করুন। একইসঙ্গে সতর্কও করছি যেন এর ব্যত্যয় না হয়।