জাতীয় সংবাদ

আরও ৩৯ জন করোনা শনাক্ত

প্রবাহ রিপোর্ট : দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ৩৯ জন। গতকাল রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিন প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৬ দশমিক ১৭ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তর জানায়, দেশে কোভিড-১৯ শুরুর পর থেকে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৯ হাজার ৪৮২ জন এবং শনাক্ত য়েছে ২০ লাখ ৪৭ হাজার ২৯৭ জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৩২টি। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৮ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button