জাতীয় সংবাদ
ছুটির নোটিশ

পবিত্র ঈদুল ফিতর ২০২৪ইং ও পহেলা বৈশাখ ১৪২৮ খ্রিষ্টাব্দ উপলক্ষে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)-এর ঘোষণা অনুযায়ী ০৯-এপ্রিল-২০২৪ইং তারিখ (মঙ্গলবার) থেকে ১৪-এপ্রিল-২০২৪ইং তারিখ (রোববার) (মোট ৬দিন) অনলাইন ব্যতীত বার্তা সংস্থা ফেয়ার নিউজ সার্ভিস লিমিটেড (এফএনএস)-এর সকল বিভাগ বন্ধ থাকবে। ১৫-এপ্রিল-২০২৪ইং তারিখ (সোমবার) থেকে যথারীতি সংবাদ এবং ছবি প্রেরণ করা হবে।
বার্তা সম্পাদক
-এফএনএস