হাতিরঝিল থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রের লাশ উদ্ধার

প্রবাহ রিপোর্ট : রাজধানীর হাতিরঝিলের রামপুরা ব্রিজের নিচ থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। মৃত ওই যুবকের নাম ফয়েজ কাদের চৌধুরী (২৩)। তিনি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেন। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে হাতিরঝিল থানা পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে। পরে লাশ শনাক্ত করেন মৃত ফয়েজের পরিবারের লোকজন। হাতিরঝিল থানার ওসি শাহ মোহাম্মদ আওলাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, পরিবারের লোকজন লাশ দেখে শনাক্ত করেছেন। ফয়েজ উত্তর শাহজাহানপুর এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন ও স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেন। মৃত যুবকের পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। গত তিন-চার মাস আগে পড়াশোনা ছেড়ে দিয়েছেন। গত রোববার রাতে বন্ধুর বাসায় যাবে বলে ঘর থেকে বেরিয়ে যায় ফয়েজ। তারপর থেকেই নিখোঁজ। পুলিশ ধারণা করছে, পানিতে লাফিয়ে তিনি আত্মহত্যা করেছেন তবুও বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে। মৃত ফয়েজের বাবা ফজলুল কাদের চৌধুরী জানান, তার ছেলে ফয়েজ মহামারি করোনার লকডাউনের সময় মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন। ফয়েজ স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে ভর্তি হলেও তিন-চার মাস ধরে পড়াশোনা ছেড়ে দিয়েছেন। তার চিকিৎসা চলমান ছিল। গত রোববার রাতে সেই বন্ধুর বাসায় যাবে বলে বাসা থেকে বেরিয়ে হন। তারপর থেকেই নিখোঁজ ছিলেন। গতকাল সোমবার খবর পেয়ে তার ছেলের লাশ শনাক্ত করা হয়।