জাতীয় সংবাদ

কুমিল্লা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

প্রবাহ রিপোর্ট : এবার কুমিল্লার বুড়িচং সীমান্তে বিএসএফের গুলিতে বিল্লাল হোসেন (২৮) নামে এক বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হয়েছেন। গত সোমবার রাত ৮টার দিকে বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের চড়ানল তেঁতুলতলা সীমান্তে এ ঘটনা ঘটে। আহত বিল্লাল হোসেন রাজাপুর ইউনিয়নের লড়িবাগ এলাকার আলী আহমদের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, আহত বিল্লাল হোসেন ভারত থেকে অবৈধ পথে আসা চিনি ও অন্যান্য পণ্য ওঠানো-নামানোর শ্রমিক হিসেবে কাজ করতেন। গত সোমবার রাত ৮টার দিকে তেঁতুলতলা সীমান্ত দিয়ে আসা চিনি নামানোর সময় বিএসএফের সদস্যরা ছররা গুলি করে। এতে গুলিবিদ্ধ হন বিল্লাল। তার শরীরে ৩০টির মতো ছররা গুলি লেগেছে। তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। গুলিতে তার চোখ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হোসেন জানান, গুলিতে আহত ব্যক্তির নামে থানায় কোনো মামলা নেই। সীমান্তের ঘটনা সম্পর্কে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বলতে পারবে। বিজিবির সংকুচাইল বিওপির কামান্ডার ফারুক কামাল বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া আমরা এ বিষয়ে কোনো বক্তব্য দিতে পারব না। এর আগে গত সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে হাসান মিয়া (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button