হাত-পা বাঁধা এক যুবকের লাশ উদ্ধার

প্রবাহ রিপোর্ট : রাজধানীর খিলগাঁও উত্তর গোড়ান এলাকা থেকে রুবেল (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার লাশটি হাত-পা বাঁধা ও চটের বস্তার ওপরে তোশক দিয়ে মোড়ানো অবস্থায় ছিল। পুলিশ বলছে, তাকে কুপিয়ে হত্যার পর চটের বস্তা ও ওপরে তোশক দিয়ে মুড়িয়ে রাস্তার পাশে একটি চিপা গলিতে ফেলে রাখা হয়েছিল। গতকাল বৃহস্পতিবার খিলগাঁও থানার ওসি সালাহউদ্দিন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। ওসি জানান, সকালের দিকে খবর পেয়ে উত্তর গোড়ান আইসক্রিম ফ্যাক্টরি গলি এলাকার একটি জায়গা থেকে হাত-পা বাঁধা ও চটের বস্তার ওপর দিয়ে তোশক দিয়ে পেঁচানো অবস্থায় রুবেল নামে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে তাকে কুপিয়ে হত্যার পর দুর্বিতরা তার লাশ সড়কের পাশে একটি চিপা গলিতে ফেলে রাখেন। নিহত যুবকের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে। তিনি আরও জানান, যতটুকু জানা গেছে নিহত যুবক খিলগাঁও মেরাদিয়ায় এলাকায় থাকতেন। তার বাবার নাম মৃত আব্দুল ওয়াহাব। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।