৬ মাসের মেয়েকে হত্যার অভিযোগে বাবা-মা আটক
প্রবাহ রিপোর্ট ঃ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ছয় মাস বয়সী শিশু নুসরাত জাহান তিথিকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে তার বাবা-মাকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার বাসুদেব ইউনিয়নের বড়িশল গ্রামের একটি খাল থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটির মা স্বপ্না বেগম ও বাবা জিল্লুর রহমানকে আটক করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, জিল্লুর রহমান ও স্বপ্না বেগম প্রতিদিনের মতো শিশুকন্যা নুসরাতকে সঙ্গে নিয়ে ঘরে ঘুমাচ্ছিলেন। পরে গত সোমবার সকালে স্বপ্না চিৎকার করতে করতে সবাইকে জানান যে তার মেয়ে নুসরাতকে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। একপর্যায়ে পুলিশ বাড়ির পাশের একটি খাল থেকে শিশুটির ভাসমান লাশ উদ্ধার করে। এতে সন্দেহ হলে শিশুটির মাকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। জিজ্ঞাসাবাদে শিশুটিকে হত্যার কথা স্বীকার করেন তিনি। জিজ্ঞাসাবাদে শিশুটির মা জানান, ঘুমের সময় কান্নাকাটি করার কারণে নুসরাতের মুখে কাপড় চাপা দেওয়া হয়। এতে শিশুটি মারা যায়। পরে তিনি তার স্বামীকে বিষয়টি জানালে তার স্বামী মেয়ের লাশ খালে ফেলে আসতে বলেন। সদর থানার ওসি মোঃ আসলাম হোসেন বলেন, শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।