জাতীয় সংবাদ

খাদ্যে বিষক্রিয়ায় দুই সহোদরের মৃত্যু

প্রবাহ রিপোর্ট ঃ সদর উপজেলার দোগাছী স্কুলপাড়া গ্রামে বিস্কুট খেয়ে খাদিজা (৬) ও তাবসসুম নামে সহোদর দুই শিশু কন্যার মৃত্যুর অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার সন্ধ্যায় তাদের মৃত্যু হয়। একই সঙ্গে মুইন (১৭) নামে আরও এক কিশোর অসুস্থ হয়ে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। মৃত খাদিজা ও তাবাসসুম দোগাছী স্কুল পাড়া গ্রামের বাসিন্দা জহুরুলের মেয়ে। আর মুইন একই গ্রামের পাইলটের ছেলে। শিশুর চাচা শাহজাহান জানান, দুপুর দেড়টার দিকে খাদিজা, তাবাসসুম ও মুইন নামে ওই তিনজন বাড়ির পাশের একটি দোকান থেকে বিস্কুট কিনে খায়। এর কিছুক্ষণ পরই তারা লাগাতার বমি করতে থাকে। পরে অসুস্থ অবস্থায় তাদের দ্রুত নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হলে ৮ মাস বয়সী তাবাসসুমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এবং উন্নত চিকিৎসার জন্য খাদিজাকে রাজশাহী মেডেকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়। নওগাঁ সদর মডেল থানার ওসি জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খাদ্যে বিষক্রিয়ায় এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে লাশগুলোর ময়নাতদন্ত শেষে সঠিক কারণ জানা যাবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button