জাতীয় সংবাদ

টাঙ্গাইলে সংঘর্ষে আহত ৭, এমপির বাসভবন ভাঙচুর

প্রবাহ রিপোর্ট : টাঙ্গাইল এক দফা দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের মিছিলে গুলি ও হামলা চালায় ছাত্রলীগ। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ায় সাতজন আহত হয়েছেন। এ সময় বর্তমান ও সাবেক দুই সংসদ সদস্যের গাড়ি-বাড়ি ভাঙচুর করে আন্দোলনকারীরা। রোববার বেলা সাড়ে ১১টার দিকে বটতলা ও সাবালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। সংর্ঘষে দুইজন গুলিবিদ্ধসহ সাতজন আহত হয়েছেন। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে, পরে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা শহরের বিবেকানন্দ হাইস্কুল অ্যান্ড কলেজে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্যের গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। পরে আন্দোলনকারীরা সেখান থেকে শহরের পূর্ব আদালতপাড়া এলাকায় টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হাসান ছোট মনির বাসায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় সাতটি মোটরসাইকেলে আগুন ও কয়েকটি গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় পুরো শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। শহরে দোকানপাট বন্ধ রয়েছে। জেলায় সব যান চলাচল বন্ধ রয়েছে। কর্মসূচি চলাকালে পুলিশ, র‌্যাবসহ আইনশৃংঙ্খলা বাহিনীর সদস্যদের নিরাপদ দূরত্বে অবস্থান করতে দেখা যাচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button