ঢাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ তিনজনের মৃত্যু

প্রবাহ রিপোর্ট ঃ রাজধানর বাড্ডা ও খিলক্ষেত এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন মারা গেছে। গতকাল বুধবার পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এরমধ্যে রাজধানীর বাড্ডার প্রগতি সরণিতে বাসচাপায় আইরিন (২৪) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি ‘নেক্সট ভেনচার’ নামে একটি প্রতিষ্ঠানের কর্মী। গতকাল বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই ওই প্রতিষ্ঠানের কর্মীরা ঘটনাস্থলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে প্রগতি সরণি এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জিয়া উদ্দিন আহম্মেদ। তিনি বলেন, বাড্ডা এলাকার ফুজি ট্রেড সেন্টারের সামনে আকাশ পরিবহন বাসের চাকায় পিষ্ট হয়ে নেক্সট ভেনচার কোম্পানির এক নারীকর্মী ঘটনাস্থলেই মারা যান। বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক-হেলপারকে পাওয়া যায়নি। এদিকে খিলক্ষেত থানার এসআই জাহিদুর রহমান বাদল জানান, গত মঙ্গলবার সন্ধ্যার পরে খিলক্ষেত এলাকায় সায়েম নামের একজন তার আরো দুই বন্ধুকে সঙ্গে একটি বাইকে রূপগঞ্জ থেকে ঘুরতে খিলক্ষেত এলাকায় আসে। খিলক্ষেত এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের গতি অনেক থাকায় রাস্তায় থাকা মোখলেসুর মুকুল (৫৫) নামে এক ব্যক্তিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সায়েম ও মোকলেসুর মুকুল মারা যায়। একই ঘটনায় মোটরসাইকেলে থাকা নিহত সায়েমের দুই বন্ধু আনতু ও হাসিব ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন আছে। তিনি আরো জানান, নিহত সায়েমের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আর মোকলেসুরের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।