যৌথ বাহিনীর পরিচয়ে ঢাকায় ডাকাতির অভিযোগে গ্রেপ্তার ৬ আসামি রিমান্ডে
প্রবাহ রিপোর্টঃ রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনী ও র্যাবের পোশাক পরে যৌথ বাহিনীর পরিচয়ে ডাকাতি করার সময় গ্রেপ্তার ৬ জনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন জাকির হোসেন ওরফে জিন জাকির, শরিফুল ইসলাম তুষার, মাসুদুর রহমান, আরিফুল ইসলাম তরফদার, জাহিদ হাসান ও আব্দুস সালাম।মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের উপপরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।গত ১১ অক্টোবর রাত সাড়ে ৩টার দিকে মোহাম্মদপুর তিন রাস্তা মোড়ের কাছে একটি বাড়িতে ডাকাতি হয়। ডাকাতরা সাড়ে ৭৫ লাখ টাকা ও ৬০ ভরি স্বর্ণালংকার লুট করে। এ ঘটনায় গত ১২ অক্টোবর মামলা করেছেন ভুক্তভোগী আবু বকর। পরে রিমান্ডে যাওয়া আসামিদের গ্রেপ্তার করা হয়।