জাতীয় সংবাদ

শেখ হাসিনার সমর্থনকারীরা অচিরেই ফিকে হয়ে যাবে: শাহজাহান

প্রবাহ রিপোর্ট : শেখ হাসিনা একদলীয় শাসন ব্যবস্থা চালু রাখতে সংবিধানকে ধূলিসাৎ করে দিয়ে গেছেন বলে মন্তব্য করেছন বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান। তিনি বলেন, শেখ হাসিনা আর নেত্রী নয়, হত্যা মামলার আসামি হয়ে কাঠগড়ায় দাঁড়াতে দেশে ফিরে আসবেন। তার সমর্থনে যারা মোবাইলে অপপ্রচার করছেন অচিরে তারাও ফিকে হয়ে যাবেন। গতকাল বৃহস্পতিবার সকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে এক গণজমায়েতে তিনি এসব কথা বলেন। মো. শাহজাহান বলেন, ছাত্র-জনতা ও বিএনপির হাজার হাজার কর্মী বুকের রক্ত দিয়ে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছেন। তাদের এ বিশাল অর্জনকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। বর্তমান সরকারও আমাদের আন্দোলনের ফসল। তাদের সহযোগিতা করতে প্রস্তুত আছি। তিনি আরও বলেন, ষড়যন্ত্র বন্ধ করতে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। তাই অনতিবিলম্বে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। অন্যথায় চক্রান্তকারীদের ষড়যন্ত্রের ডালপালা আরও বাড়তে পারে। মো. শাহজাহান বলেন, আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম রক্ত দিয়ে, কিন্তু বেশিদিন ধরে রাখতে পারিনি। আজকে আমাদের যে অর্জন, এ অর্জনকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। এ অর্জনকে ধরে রাখতে হবে। গণজমায়েতে সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি। এতে নোয়াখালী শহর বিএনপির সভাপতি আবু নাছের, সদর উপজেলা বিএনপির সভাপতি সলিমুল্লাহ বাহার হিরন, সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিনসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button