জাতীয় সংবাদ

দেশের সর্বনি¤œ তাপমাত্রা নওগাঁয়

প্রবাহ রিপোর্ট : দেশের সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁয়। সকালে নওগাঁর বদলগাছীতে সর্বনি¤œ ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। যা চলতি মৌসুমের এখন পর্যন্ত দেশের সর্বনি¤œ তাপমাত্রা। গতকাল সোমবার সকাল ১১টার দিকে আবহাওয়া অধিদপ্তর ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে। দেখা গেছে সন্ধ্যা থেকে সকাল ৭টা পর্যন্ত শীতের প্রকোপ থাকছে বেশি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমের দাপট থাকছে বেশ। নওগাঁ সবজি উৎপাদনে বৃহৎ জেলা। এ জেলায় উৎপাদিত সবজি জেলার চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানি হয় দেশের বিভিন্ন বাজারে। চাষিরা বলছেন, শীত আগমনে সকালের দিকে মাঠে কাজ করতে কিছুটা সমস্যা হচ্ছে। অন্যদিকে শীত আগমনে জেলার হাসপাতালগুলোতে রোগীর সংখ্যাও বেড়েছে। বিশেষ করে শিশু এবং বয়স্ক মানুষ শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে। ফলে এই সময়টাতে শিশু এবং বয়স্কদের প্রতি বাড়তি নজর রাখতে বলা হচ্ছে চিকিৎসকদের পক্ষ থেকে। এদিকে ১৩ ডিগ্রির ঘরে নেমেছে দিনাজপুর ও পঞ্চগড়ের তাপমাত্রা। এই দুই জেলায় ক্রমেই কমছে তাপমাত্রার পারদ। বাড়ছে শীতের তীব্রতা। গত কয়েকদিনে সূর্যের আবির্ভাব সকালে হলেও তাপ কম থাকছে। গতকাল সোমবার সকালে দিনাজপুর ও পঞ্চগড়ের সর্বনি¤œ তাপমাত্রা ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা দেশের দ্বিতীয় সর্বনি¤œ তাপমাত্রা। একই সঙ্গে এই মৌসুমে জেলার সর্বনি¤œ তাপমাত্রা। গতকাল সোমবার কুয়াশা তুলনামূলক কম থাকলেও কনকনে হিমেল হাওয়ার উপস্থিতি লক্ষ্য করা গেছে। এদিন দিনাজপুরে বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ এবং গতিবেগ ঘণ্টায় দুই কিলোমিটার। কাজের তাগিদে ঘর থেকে বের হওয়া মানুষজন গায়ে জড়িয়েছেন মোটা জামাকাপড়। দিনাজপুর আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, নভেম্বর মাস জুড়ে তাপমাত্রা কমতে থাকবে। ডিসেম্বর ও জানুয়ারিতে দিনাজপুরের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এদিকে গতকাল সোমবার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৩.৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। একই সঙ্গে গত রোববার গভীর রাত থেকে গতকাল সোমবার সকাল ৭টা পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা পড়ে থাকতে দেখা গেছে জেলার চারপাশ। এদিন সকালে জেলাজুড়ে কিছুটা কুয়াশা লক্ষ্য করা গেলেও সকাল ৭টার পর দেখা মিলেছে সূর্যের। স্থানীয়রা বলছেন, দিন ও রাতের তাপমাত্রা পরিবর্তন হয়ে বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র বলছে, গত কয়েকদিন ধরে ১৪ থেকে ১৬ ডিগ্রির ঘরে তাপমাত্রা ওঠানামা করলেও গতকাল সোমবার সকাল ৯টায় হিমশীতল বাতাসের সঙ্গে পঞ্চগড়ের তাপমাত্রা নেমে এসেছে ১৩ দশমিক ৫ ডিগ্রির ঘরে। পরে তাপমাত্রা বাড়লেও কুয়াশা ঝরা হিমশীতল বাতাসে শীতে কাঁপতে শুরু করেছে পঞ্চগড়। বিভিন্ন এলাকায় দেখা যায়, গত রোববার সন্ধ্যার পর শুরু হয় হিমেল বাতাস। সে বাতাসে রাত ৯টার মধ্যে শহরের হাটবাজার কিছুটা জনশূন্য হয়ে পড়ে। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে কুয়াশা। গতকাল সোমবার সকাল ৭টা পর্যন্ত স্থায়িত্ব থাকে কুয়াশার। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বলেন, গত কয়েকদিন ধরে ১৪ থেকে ১৬ ডিগ্রির ঘরে জেলার তাপমাত্রা ওঠানামা করছে। তা কমে গতকাল সোমবার সকাল ৯টায় ১৩ দশমিক ৫ ডিগ্রির ঘরে নেমে যায়। এছাড়া গত রোববার সকাল ৯টায় ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হলেও এদিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button