জাতীয় সংবাদ

সিরিয়ায় বাশার আল-আসাদের পতন

# ১৩ বছর ধরে চলা গৃহযুদ্ধের একটি ঐতিহাসিক অবসান #
# বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া #

প্রবাহ রিপোর্ট ঃ সিরিয়ার বিরোধী গোষ্ঠী রাজধানী দামেস্ক দখল করার পর সিরিয়ার ‘স্বাধীনতা’ ঘোষণা করেছে এবং প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশ ছেড়ে পালিয়ে গেছেন বলে জানিয়েছে। রোববারের এই ঘটনা দেশটিতে দীর্ঘ ১৩ বছর ধরে চলা গৃহযুদ্ধের একটি ঐতিহাসিক পরিণতি এবং আসাদ পরিবারের অর্ধ-শতাব্দীর শাসনের অবসান ঘটিয়েছে। রাজধানী দামেস্ক এবং সিরিয়ার অন্যান্য অঞ্চলে, বিশেষত লেবাননের সীমান্তবর্তী এলাকাগুলোতে বিজয় উদযাপনের ঢল নেমেছে। বহু বাস্তুচ্যুত সিরিয়ান তাদের বাড়িতে ফিরে যাওয়ার পরিকল্পনা করছেন। উদযাপনের ঢল ও উদ্বেগ ঃ কামিশলিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে জনগণ আসাদের ছবি ছিঁড়ে ফেলছেন এবং রাস্তার মোড়ে মোড়ে আনন্দমুখর মিছিল করছেন। একদিকে উদযাপন চললেও অন্যদিকে রাজনৈতিক ও মানবিক সংকটের আশঙ্কাও বেড়েছে। এ পরিস্থিতিতে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিশ্ব নেতারা- জাতিসংঘ : জাতিসংঘের সিরিয়া বিষয়ক বিশেষ দূত গিয়ের পেডারসেন বলেছেন, গুরুত্বপূর্ণ বিষয় হলো একটি রাজনৈতিক সমাধান খুঁজে বের করা। এই প্রক্রিয়াটি সব পক্ষকে অন্তর্ভুক্ত করবে এবং সিরিয়ার সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা পুনরুদ্ধারে সাহায্য করবে। এটি একটি নতুন যুগের সূচনা হওয়া উচিত। চীন : চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বেইজিং সিরিয়ার পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং দেশটিতে দ্রুত স্থিতিশীলতা প্রত্যাশা করছে। একই সঙ্গে দেশটি সিরিয়ায় চীনা নাগরিক ও প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। জার্মানি: জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক বলেছেন, আসাদের পতন লক্ষ লক্ষ সিরিয়ানের জন্য একটি বড় স্বস্তি। তবে দেশটি যেন আর কোনো চরমপন্থিদের হাতে না পড়ে, তা নিশ্চিত করতে হবে।
রাশিয়া : রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আলোচনার পর বাশার আল-আসাদ প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করেছেন এবং দেশ ছেড়ে চলে গেছেন। এই ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় রাশিয়া অংশগ্রহণ করেনি।
তুরস্ক : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, এই পরিবর্তন রাতারাতি হয়নি। গত ১৩ বছর ধরে সিরিয়া সংকটে ছিল। আমরা এই পরিস্থিতিতে স্থিতিশীলতা আনার জন্য কাজ করব। সংকট মোকাবিলার আহ্বান ঃ যুক্তরাষ্ট্র: হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং আঞ্চলিক অংশীদারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। সংযুক্ত আরব আমিরাত: আমিরাতের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ বলেছেন, অস্থিতিশীলতা যেন সন্ত্রাসী গোষ্ঠীগুলোর জন্য সুযোগ না হয়ে ওঠে। ফিলিপাইন : ফিলিপাইন সরকার সিরিয়ায় থাকা তাদের নাগরিকদের সাবধানে থাকার পরামর্শ দিয়েছে। মূলত দীর্ঘ ১৩ বছর ধরে চলা যুদ্ধের পর সিরিয়ায় এই পরিবর্তন এক নতুন যুগের সূচনা করেছে। তবে দেশটির রাজনৈতিক শূন্যতা পূরণ করা এবং সন্ত্রাসবাদের প্রভাব ঠেকানো আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সূত্র: আল-জাজিরা

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button