জাতীয় সংবাদ

বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে যুবকের মৃত্যু

প্রবাহ রিপোর্ট ঃ লালমনিরহাটের হাতীবান্ধায় মাদ্রাসায় বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু তালহা (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার পূর্ব বিছনদই গ্রামের ৭নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত আবু তালহা পূর্ব বিছনদই গ্রামের ফজলুল হকের ছেলে। আবু তালহা কোরআনের হাফেজ। আবু তালহা গতরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কবর নিয়ে একটি পোস্ট করেন। পোস্টের ১৭ ঘণ্টা পর তার এমন মর্মান্তিক মৃত্যু এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল শনিবার বেলা ১১টায় বাড়ির পাশে মাদ্রাসায় বিদ্যুতের লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন তালহা। পরে স্থানীয়রা হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন্ন-নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button