জাতীয় সংবাদ

দেশের মানুষ বারবার চাঁদাবাজদের হাতে রাষ্ট্রক্ষমতা তুলে দিয়েছে: মনিরা শারমিন

প্রবাহ রিপোর্ট : জাতীয় নাগরিক কমিটির যুগ্ম-আহ্বায়ক মনিরা শারমিন বলেছেন, ভোটাধিকার সম্পর্কে সচেতন না থাকায় দেশের মানুষ বারবার চাঁদাবাজদের হাতে রাষ্ট্রক্ষমতা তুলে দিয়েছে। এ কারণে এতদিন যারাই ক্ষমতায় এসেছে তারাই মানুষকে রাজনৈতিকভাবে অসচেতন করে রেখেছে। আগামীতে জনগণের সঙ্গে এ ধরনের প্রতারণা আর মেনে নেওয়া হবে না। গতকাল রোববার বিকেল ৩টায় নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয় নাগরিক কমিটি আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, নতুন বাংলাদেশে আর কাউকে বাপের দেশ বলার অধিকার দেওয়া হবে না। জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া তরুণদের হাত ধরে এ পরিবর্তন আসবে। দেশের মানুষের অধিকার আদায়ে পরিবার তান্ত্রিক রাজনীতি থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে। এখন থেকে একজন কৃষকের ছেলেও প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁর সমন্বয়ক ফজলে রাব্বির সঞ্চালনায় সভায় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম-সদস্যসচিব সাইফ মোস্তাফিজ, সহ-মুখপাত্র তাহসিন রিয়াজ, জাতীয় আগ্রাসন প্রতিরোধ মঞ্চ নওগাঁর সাধারণ সম্পাদক এমরুল আখিয়ার পরাগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁর সমন্বয়ক আরমান হোসেন ও তানজিম বিন বারি প্রমুখ বক্তব্য রাখেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button