খেলাধুলা

যে কারণে বিশ্বকাপে রান করছেন মাহমুদ উল্লাহ

স্পোর্টস ডেস্ক : দল ভালো না করলেও বিশ্বকাপে রান পাচ্ছেন মাহমুদ উল্লাহ রিয়াদ। ৫ ইনিংসে করেছেন ২৭৪ রান। যা বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ। এবার বাংলাদেশের কোনো ব্যাটারের করা একমাত্র সেঞ্চুরিটাও এসেছে মাহমুদ উল্লাহর ব্যাটে। অন্যদের যখন রান তুলতে নাভিশ্বাস অবস্থা, তখন মাহমুদ উল্লাহ অনুপ্রেরণা পেয়েছেন বড় ছেলে রাইদের কাছ থেকে। তেমনটাই জানালেন, মাহমুদ উল্লাহর স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি। বিশ্বকাপ শুরুর পর বাবা মাহমুদ উল্লাহকে ভিডিও বার্তায় অনুপ্রেরণা দিয়েছিলেন রাইদ। সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন জান্নাতুল। ভিডিওটি প্রকাশ করে জান্নাতুল লিখেছেন, ‘এভাবেই রাইদ তার বাবাকে অনুপ্রাণিত করেছিল। এটা ছিল পুরোটাই চমক এবং টিম মিটিং রুমে অনুপ্রেরণা হিসেবে দেখানো হয়েছে!আলহামদুলিল্লাহ, সে এই বিশ্বকাপকে বিশেষ করে তুলতে পারে, মাশাআল্লাহ!’ অথচ মাহমুদ উল্লাহর এবারের বিশ্বকাপে না থাকা নেয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছিল। বিশ্বকাপের আগে কয়েকটি সিরিজে তার জায়গায় বিসিবি যাদের দিয়ে চেষ্টা করেছিল, তারা ব্যর্থ হওয়ায় বিশ্বকাপের দুয়ার খোলে ৩৭ বছর বয়সী অলরাউন্ডারের। বাবা মাহমদু উল্লাহর কঠোর প্ররিশ্রমের কথা অজানা নয় রাইদের। তাইতো ভিডিওতে মাহমুদ উল্লাহর উদ্দেশে রাইদকে বলতে শোনা যায়, ‘আমি জানি তুমি এই বিশ্বকাপটাকে স্পেশাল করে রাখতে চাও। আমি বিশ্বাস করি তুমি পারবে। শুভ কামনা বাবা, তুমি আমার গল্পের নায়ক।’

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button