সাকিবকে নিয়ে অপেক্ষায় বিসিবি
স্পোর্টস ডেস্ক : আনুষ্ঠানিকভাবে এখনো বাংলাদেশের তিন সংস্করণের অধিনায়ক সাকিব আল হাসান। চোটের কারণে বিশ্বকাপের পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ও ফিরতি সফরে অধিনায়কের ভূমিকায় তাঁকে দেখা যাচ্ছে না। সাকিবের জায়গায় আপৎকালীন অধিনায়কের দায়িত্ব পালন করছেন নাজমুল হোসেন শান্ত। কয়দিন আগে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছিলেন, সাকিব ফিরলে তিনি অধিনায়কের দায়িত্ব পালন করবেন। গতকাল শুক্রবার সংবাদমাধ্যমের সামনে অবশ্য জালাল ইউনুস জানিয়েছেন, সাকিবের সঙ্গে আলোচনা করবেন তাঁরা, ‘সাকিব অধিনায়কত্ব করবে কি করবে না বা শান্তকে আমরা দেব কি না এই সিদ্ধান্তগুলো আসবে ক্রিকেট বোর্ড থেকে। সাকিব অধিনায়কত্ব করে যাচ্ছিল বলে বলেছি, সাকিব এখনো আমাদের অধিনায়ক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য এটা কোনো সমস্যা না। অবশ্যই তার সঙ্গে আমরা আলাপ আলোচনা করব, সাকিবের পরিকল্পনা জানবো। সেটা জানার পরই বুঝতে পারব আগামীতে কে দীর্ঘ মেয়াদে অধিনায়কত্ব করবে।’ জালাল ইউনুস আরো যোগ করেন, ‘দেখুন, সাকিব চালিয়ে যাবে কি যাবে না সেটা পরের কথা। অধিনায়ক হিসেবে সাকিবকে আমাদের দায়িত্ব দেওয়া ছিল। যেহেতু সাকিবের চোট ছিল তাই যেতে পারেনি। সে নিজেও বলেছে। হয়তো নিউজিল্যান্ডে খেলতে যাওয়ার কথা ছিল, প্রথমদিকে ওয়ানডে খেলে হয়তো চলে আসতো। কিন্তু সেটা পারেনি চোটের কারণে। তার মানে সে যদি থাকত, অধিনায়কত্ব করত। যেহেতু চোটের কারণে সে যেতে পারিনি তাই শান্ত অধিনায়কত্ব করছে। শান্তকে আমরা আগামী সিরিজ পর্যন্ত দিয়েছি।’