খেলাধুলা

অনুশীলনে চোট নিয়ে মাঠ ছাড়লেন তামিম

এফএনএস স্পোর্টস: অনুশীলনে তাসকিন আহমেদের বলে বাঁহাতের তর্জনীতে চোট পেয়েছেন তামিম ইকবাল। সেই চোটের জায়গায় ব্যান্ডেজ জড়িয়ে মিরপুর ছাড়েন এই বাঁহাতি ওপেনার। গতকাল মঙ্গলবার দুপুরে মিরপুর স্টেডিয়ামের ইনডোরের আউটারে ব্যাট করছিলেন তামিম। সে সময় তাসকিনের একটি বল লাফিয়ে উঠে আঘাত করে তামিমের বাঁহাতের তর্জনীতে। ব্যথা নিয়ে ইনডোরে যান চলে তামিম। সেখানে বিপিএলে তাঁর দল ফরচুন বরিশালের ফিজিও বায়েজিদুল ইসলামের সঙ্গে দীর্ঘক্ষণ আলাপ করতে দেখা যায় তামিমকে। আলাপ শেষে হাতে ব্যান্ডেজ নিয়ে মিরপুর স্টেডিয়াম ছেড়ে চলে যান তামিম। জানা গেছে, চোটের পর আর ব্যাট করেননি তিনি। তামিমের চোট প্রসঙ্গে বায়েজিদুল বলেন, ‘গুরুতর কিছু নয়। এখন আর ব্যথাও নেই। ফোলা যেন না বাড়ে তাই ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে। কালকে আবার ব্যাট করতে পারবেন আশা করছি।’ চোট পাওয়ার আগে প্রায় আধাঘণ্টা ব্যাট করেন তামিম। নেটে তাসকিনের পাশাপাশি আরেক পেসার মেহেদী হাসান রানা ও স্পিনার নাবিল সামাদকে খেলছিলেন তিনি। চোটের পরও ব্যাট করতে চাচ্ছিলেন তামিম। তাঁকে ব্যাট করতে নিষেধ করেন ফরচুন বরিশালের কোচিং স্টাফের সদস্য মিজানুর রহমান বাবুল।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button