খেলাধুলা

বিপিএল খেলতে আসছেন মিলার

এফএনএস স্পোর্টস: বিপিএলের দশম আসর শুরুর আগে এদিন চমক দিল ফরচুন বরিশাল। এ মৌসুমে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে খেলবেন ডেভিড মিলার। দক্ষিণ আফ্রিকান এই আগ্রাসী ব্যাটারকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে ফরচুন বরিশাল কর্তৃপক্ষ। মিলার ছাড়াও ব্যাটিং বিভাগ বেশ শক্তিশালী বরিশালের। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে আছেন মুশফিকুর রহিম ও মাহমুদ উল্লাহ রিয়াদ। এছাড়া পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিক ও বাঁহাতি ওপেনার ফখর জামানকে আগেই দলে ভিড়িয়েছে ফ্যাঞ্চাইজিটি। ব্যাটিংয়ে মিলার-তামিমদের সঙ্গ দেওয়ার জন্য আছেন আয়ারল্যান্ডের ওপেনার পল স্টার্লিং, সৌম্য সরকার, ইব্রাহিম জাদরানরা। মিলার অবশ্য এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএটোয়েন্টি নিয়ে ব্যস্ত। এই মৌসুমে পার্ল রয়েলসের অধিনায়ক তিনি। আজ বুধবার থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টটি শেষ হবে ১০ ফেব্রুয়ারি। সেক্ষেত্রে মিলারকে বরিশাল কতদিন পাবে, সেটা নিয়ে অবশ্য ‘যদি’ ‘কিন্তু’ থাকছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button