‘৩-১ ব্যবধানে সিরিজ জিতবে অস্ট্রেলিয়া’-পন্টিং
স্পোর্টস ডেস্ক : আজ শুক্রবার মাঠে গড়াচ্ছে বোর্ডার-গাভাস্কার ট্রফি। দুই পরাশক্তি ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার জমজমাট লড়াই দেখতে মুখিয়ে ক্রিকেটপ্রেমীরা। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের ফল কী হবে? ভবিষ্যদ্বাণী করে রাখলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং। পন্টিংয়ের মতে, এবার ৩-১ ব্যবধানে সিরিজ জিতবে অস্ট্রেলিয়া। আইসিসি রিভিউ অনুষ্ঠানে এই ভবিষ্যদ্বাণী করেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক। যদিও ভারতীয় দলের শক্তিমত্তাকে সমীহ করছেন পন্টিং। তবে তার চোখে এবার অস্ট্রেলিয়া চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আছে এবং অনেক বেশি শক্তিশালী থাকবে। রিকি পন্টিং অস্ট্রেলিয়া-ভারতের উত্তেজক প্রতিদ্বন্দ্বিতাকে ঐতিহাসিক অ্যাশেজ সিরিজের সাথে তুলনা করেছেন, নিশ্চিত করেছেন যে উভয়ই ক্রিকেটের সবচেয়ে চিত্তাকর্ষক দৃশ্য সৃষ্টি করে। আইসিসি রিভিউ শোতে এক আলোচনায় পন্টিং অ্যাশেজের ১৪২ বছরের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন, পাশাপাশি বোর্ডার-গাভাস্কার ট্রফির উত্থানকে সুনির্দিষ্টভাবে প্রতিযোগিতামূলক ব্যাপারগুলোর মধ্যে উল্লেখ করেন। পন্টিং সিরিজটি নিয়ে তার উচ্ছ্বাস ব্যক্ত করে বলেন, এটি উত্তেজনাপূর্ণ এবং প্রতিযোগিতামূলক ক্রিকেট প্রদর্শন করবে। ‘আমি নিশ্চিত নই যে মসলাযুক্ত শব্দটি সঠিক, তবে এই ম্যাচটি এমন একটি অনুভূতি নিয়ে অনুষ্ঠিত হবে, যেখানে দুটি শীর্ষ দল একটি অপরের কাছে কোনো জমি ছাড়তে রাজি হবে না।’ ২০২০-২১ মৌসুমেও বোর্ডার-গাভাস্কার সিরিজ নিয়ে একইরকম ভবিষ্যদ্বাণী করেছিলেন পন্টিং। সেবার ভারত এক ইনিংসে মাত্র ৩৬ রানে অলআউট হয়েছিল। প্রথম টেস্টে হেরেছিল। কিন্তু এরপর ঘুরে দাঁড়িয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয়।