খেলাধুলা

ইয়ং টাইগার্স ক্রিকেট টুর্নামেন্টে খুলনা জেলা দল চ্যাম্পিয়ন

খবর বিজ্ঞপ্তি ঃ ইয়ং টাইগার্স অনুর্ধ-১৮ ক্রিকেট টুর্নামেন্টে খুলনা জেলা দল চ্যাম্পিয়ন হয়েছে। বৃহস্পতিবার খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় নড়াইল জেলা দলকে ৪ রানে পরাজিত করে খুলনা জেলা দল চ্যাম্পিয়ান হবার গৌরব অর্জন করে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ও খুলনা জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট পরিচালিত হয়। টসে জিতে নড়াইল জেলা দল বল করার সিদ্ধান্ত নেয়। খুলনা জেলা দল ৩৯.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্ব্বোচ্চ ৩১ রান সংগ্রহ করে মোঃ শিমুল। জবাবে নড়াইল জেলা দল ৪৯.৩ ওভারে ১৪৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্ব্বোচ্চ ৩৩ রান সংগ্রহ করে মেহেরব হাসান। বিজয়ী দলের মোঃ শিমুল ম্যাচসেরা নির্বাচিত হন। ফাইনাল খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরন করেন খুলনার জেলা প্রশাসক ও খুলনা জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম। জেলা ক্রীড়া কর্মকর্তা ও খুলনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ বকতিয়ার রহমান গাজী এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্্িরকিউটিভ মহেশ^র মন্ডল, রুবায়েত আহম্দে, নড়াইল জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, খুলনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোল্লা খায়রুল ইসলাম, শাহ আসিফ হোসেন রিংকু, এস এম জাকির হোসেন রিপন, জিয়াউস সাদাত, সদস্য ও অনুর্ধ্ব-১৮ জেলা দলের ম্যানেজার মেহেদি হাসান রোহান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহকারী জেলা প্রশিক্ষক সামছুল আলম রনি সহ অংশগ্রহনকারী দলের কর্মকর্তাবৃন্দ। পরিবর্তন হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ছয়টি ভবনের নাম খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ছয়টি গুরুত্বপূর্ণ ভবনের নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের দুটি আবাসিক হল, জিমনেশিয়াম ও নতুন-পুরাতন প্রশাসনিক ভবনের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনগুলোর নাম পরিবর্তন করে নতুন নাম প্রস্তাবনার জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল, নির্মাণাধীন জয়বাংলা একাডেমিক ভবন, সুলতানা কামাল জিমনেশিয়াম, শহীদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবন ও শহীদ সৈয়দ নজরুল ইসলাম ভবন নাম পরিবর্তন করে নতুন নাম প্রস্তাবনা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইতিমধ্যে খুবির হল ও বিভিন্ন ভবনের নতুন নামকরণ প্রস্তাবনা কমিটিও গঠন করা হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক গঠিত কমিটির পক্ষ থেকে অধ্যাপক ড. এ টি এম জহিরউদ্দিন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে খুবির রাজনৈতিক পক্ষপাত সংবলিত হল ও ভবনগুলোর নতুন নামের পরিবর্তে নতুন নাম প্রস্তাবের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আহ্বান জানানো হয়েছে। ১৭ ডিসেম্বরের মধ্যে নতুন নাম প্রস্তাব করার আহ্বান জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইকোনোমিক্স ডিসিপ্লিনের শিক্ষার্থী আজিজুল ইসলাম বলেন, ‘খুলনা বিশ্ববিদ্যালয় একটি ছাত্ররাজনীতিমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান। তাই এখানে রাজনীতি সংশ্লিষ্ট কোন ব্যক্তির নামে নামকরণ কাম্য নয়। কারণ রাজনৈতিক পট পরিবর্তনে এসব নাম নিয়ে জটিলতা তৈরি হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান বলেন, গত ১৬ বছর ধরে দেশের রাজনীতিতে ফ্যাসিবাদী ধারা প্রভাব বিস্তার করেছিল এবং এর ছায়া বিশ্ববিদ্যালয়েও পড়েছিল। ওই সময়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ অবকাঠামোর নামকরণ করা হয়েছিল একটি নির্দিষ্ট পরিবারের সদস্যদের নামে। সেগুলো সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্দেশ্যে শিক্ষার্থীদের কাছ থেকে নতুন নামের প্রস্তাব গ্রহণ করা হয়েছে। দ্রুত এই নামগুলো পর্যালোচনা করে ভবনগুলোর নতুন নামকরণ করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button