স্থানীয় সংবাদ

খুলনায় এসেছিল ১০ জোড়া স্পেশাল ট্রেন : চালু ছিল ৬ ফেরি

স্টাফ রিপোর্টার ঃ খুলনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে ১০ জোড়া স্পেশাল ট্রেন ও দুটি ঘাটে নতুন করে ৬টি ফেরির ব্যবস্থা করা হয়েছে। রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, এসব ট্রেন নওয়াপাড়া, যশোর, বেনাপোল, চুয়াডাঙ্গা, কোটচাঁদপুর, আলমডাঙ্গা, মোবারকগঞ্জ ও কুষ্টিয়া থেকে ছেড়ে খুলনায় আসবে। খুলনা রেল স্টেশন মাস্টার মো. মাসুদ রানা জানান, প্রধানমন্ত্রীর খুলনা সফর উপলক্ষে ১০ জোড়া নতুন ট্রেন বিভিন্ন জেলা থেকে খুলনায় এসে পৌঁছায়। শুধুমাত্র গতকাল ১৩ নভেম্বর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ট্রেনগুলো চলাচল করে। এদিকে মানুষ পারাপারের সুবিধার জন্য নতুন করে রূপসা ঘাটে ৫টি ও জেলখানা ঘাটে একটি ফেরি চলাচল করেছে। খুলনা সড়ক ও জনপথ বিভাগের (ফেরি) নির্বাহী প্রকৌশলী মো. আজম শেখ জানান, প্রধানমন্ত্রীর জনসভায় নির্বিঘেœ দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের আসা-যাওয়ার জন্য আমরা নদীপথে আগের চারটি ফেরির সঙ্গে আরও ৬টি নতুন ফেরি যুক্ত করেছি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button