বিএনপি নেতা রকিব ও মাহবুবকে গ্রেফতারে জেলা নেতৃবৃন্দের নিন্দা
খবর বিজ্ঞপ্তি : খুলনা জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক আব্দুর রকিব ও ডুমুরিয়া উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক মোল্যা মোহাম্মদ মাহবুবুর রহমানকে গ্রেফতার করেছে আওয়ামী রক্ষীবাহিনী পুলিশ। এছাড়া জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি’র নেতাকর্মীদের বাড়ীতে-বাড়ীতে অব্যাহত অভিযানে পরিবারের বৃদ্ধ অভিভাবক ও নারীদের সাথে চরম অসৌজন্যমুলক দৃঢ় ব্যবহার করছে পুলিশ। গতকাল শুক্রবার (২৪ নভেম্বর) একবিবৃতিতে এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনা জেলা বিএনপি’র নেতৃবৃন্দ।
নিরীহ-নিরাপরাদ মানুষকে ধরে আওয়ামী প্রেসক্রিপশনে পুলিশের মিথ্যা-কল্প কাহিনীর গায়েবী মামলায় গ্রেফতার দেখানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে আইন-আদালতকে রাজনৈতিক উদ্দেশ্যে অপব্যবহারে আওয়ামী ঘৃণ্য ষড়যন্ত্র বন্ধ করে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক শেখ আবু হোসেন বাবু ও সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী প্রমুখ।।