স্থানীয় সংবাদ

নওয়াপাড়ায় কাঁচা বাজারে ম্যাজিস্ট্রেটের হানা : ১৮০ টাকার পেঁয়াজ ১২০ টাকায় বিক্রি

অভয়নগর (যশোর) প্রতিনিধি ঃ যশোরের অভয়নগরে নওয়াপাড়া পেঁয়াজের বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়েছে। ভারত থেকে পেঁয়াজ আমদানী বন্ধের খবরে সারাদেশের ন্যায় শিল্প বানিজ্য ও বন্দরনগরী নওয়াপাড়ায় বাজারে হঠাৎ অস্থিতিশীল হয়ে ওঠে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) কাকডাঁকা ভোরে নওয়াপাড়া কাঁচা বাজারের আড়ৎ পট্টিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ অবস্থায় পেঁয়াজ কোনভাবেই ক্রেতা সাধারণের নিয়ন্ত্রণে আসছিলোনা। বাজারে ম্যাজিস্ট্রেট ঢুকেছে এমন খবরে মুহুর্তে ১৮০ টাকার পেয়াজ ১২০ টাকায় নেমে আসে। শুরু হয় পাইকারি পেঁয়াজ বিক্রেতাদের হাকডাক। এসময় খুচরা ব্যবসায়ীরা ১২০ টাকা কেজি দরে পেয়াজ কিনে নিয়ে যায়। ম্যাজিস্ট্রেটের উপস্থিতি ও পাইকারি বাজারে কম দামের প্রভাব গিয়ে পড়ে খুচরা বাজারে। সেখানেও কেজি প্রতি পেঁয়াজ বিক্রি হয় ১২০ টাকা থেকে ১৩০ টাকা করে। ম্যাজিস্ট্রেট বাজারে থাকাকালীন কমদামে পেঁয়াজ বিক্রি করতে হবে এমন আশঙ্কায় খুচরা ব্যবসায়ীরা দোকান রেখে উদাহ হয়ে যান। আবার কেউ কেউ পেয়াজ বিক্রি করতে অস্বীকৃতি জানান। বেলা বাড়ার সাথে সাথে আবারও কেজিপ্রতি পেয়াজের দাম বাড়িয়ে ১৬০ টাকা করা হয়। খুচরা ব্যবসায়ীদের ভেল্কিবাজিতে সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়ে। আবিদ আব্দুল্লাহ্ নামের একজন ক্রেতা বলেন, ‘শুনেছি সকাল ৮টার দিকে পেঁয়াজ ১২০-১৩০ টাকায় বিক্রি হয়েছে। এখন আবার ১৬০ টাকা করে নিচ্ছে। সকালে দাম কম আবার দুপুরে বেশি দাম নেওয়ার কারণ জানতে চাইলে একাধিক ব্যবসায়ী জানান, আজকে বাজার কিছুটা নিম্নমুখী হলেও আগের কেনা পেঁয়াজ ১৩০ টাকায় বিক্রি করলে লোকসান হবে তাই বেশ দামে বিক্রি করছি। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান বলেন, পেঁয়াজের বাজারে সকাল সাড়ে ছয়টায় অভিযান পরিচালনা করেছি। তখন সবাই সরকার নির্ধারিত মূল্যেই পেয়াজ বিক্রি করেছে। বেশি দামে বিক্রি না করায় কাউকে জরিমানা বা শাস্তি প্রদান করা হয়নি। আমাদের এ অভিযান অব্যহত থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button