স্থানীয় সংবাদ
কুয়াকাটায় ভালোবাসা দিবস উপলক্ষ্যে ফুল বিক্রির হিড়িক পুষ্প বিতানে
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : কুয়াকাটা সমুদ্র সৈকতে ফাগুনের হাওয়া উপভোগ ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষ্যে ভীড় জমিয়েছে হাজারো পর্যটক। এদের মধ্যে কাপলদের সংখ্যাই বেশি। মঙ্গলবার সকাল থেকেই সৈকতে এসকল পর্যটকদের আগমন ঘটে। আগত পর্যটকরা সৈকতের বালিয়াড়ীতে আনন্দ উন্মাদনায় মেতেছেন। প্রিয়জনের হাত ধরে ঘুরছেন সৈকতের একপ্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত। হোটেল ব্যবসায়ীরা জানায়, আগামীকাল ১৪ই ফেব্রুয়ারী বুধবার কাপলদের ভীড় আরো বাড়বে বলে জানান। এদিকে ভালোবাসা দিবস উপলক্ষ্যে কুয়াকাটার ফুলের দোকানগুলোতে বেড়েছে বিক্রি। হাসি ফুটেছে ফুল বিক্রেতাদের মুখে।