দেশে ফিরলেন ভারতে আটকে থাকা ১০ বাংলাদেশি
প্রবাহ রিপোর্ট : দীর্ঘদিন হাজতবাস ও সিকিউরিটি হোমে থাকার পর নিজ দেশে ফিরেছেন তিন শিশুসহ ১০ বাংলাদেশি। গতকাল শনিবার বিকেলে ভারত ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফেরেন তারা। এর মধ্যে নড়াইল জেলার দুই পরিবারের আটজনসহ নয়জন এবং নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের একজন রয়েছেন। তারা হলেন- নড়াইল পেরবিষ্ণুপুর গ্রামের আসাদ মোল্লার ছেলে মোহাম্মদ মোল্লা, তার স্ত্রী সুমি আক্তার, ছেলে সঞ্জিত মোল্লা, একই গ্রামের মুজিবুর শেখের ছেলে মোহাম্মদ রাজু শেখ, এক জেলার একই গ্রামের বাবুল মিয়ার ছেলে মো. আলামিন মিয়া ও মো. আহাদ মিয়া, জমির মোল্লার মেয়ে কুলসুম বেগম, আলামিন মিয়ার ছেলে রিফাত মিয়া ও সিফাত মিয়া, নারায়ণগঞ্জ জেলার ছনপাড়া এলাকার মো. কদর আলীর মেয়ে সাজিদা খাতুন। জানা যায়, চাকরির প্রলোভনে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে আটক হয়েছিলেন তারা। দালালের খপ্পরে পড়ে সর্বস্বান্ত এসব ব্যক্তিদের জীবন ছিল অনেকটাই ধোঁয়াশায় ঘেরা। এদিকে দীর্ঘদিন পর স্বজনদের ফিরে পেয়ে ইমিগ্রেশন এলাকায় আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। কেউ সন্তান আবার কেউ ভাইকে পাওয়ার আনন্দে মেতে উঠে। ভুক্তভোগীরা জানান, দালাল চক্রের চাকরির প্রলোভনে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যান তারা। তবে সেখানে আটক হতে হয় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে। পাঁচ মাস হাজতবাস ও ১৫ মাস আগরতলার নরসিংগরে একটি সিকিউরিটি হোমে রাখা হয় তাদের। দীর্ঘদিন পর নিজ দেশে ফিরে স্বজনদের কাছে পেয়ে তাদের অনেক আনন্দ লাগছে। দালালদের বিরুদ্ধে কঠোর বিচারের দাবি জানান তারা। ত্রিপুরাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনের কনস্যুলার উমর শহিদ জানান, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী তাদের দেশে ফেরার জন্য ভারত সরকারের অনাপত্তি সংগ্রহ করে ত্রিপুরা সহকারী হাইকমিশন। পরে দুই দেশের যৌথ প্রচেষ্টায় আইনি প্রক্রিয়া শেষে আটকদের নিজ দেশে পাঠানো হয়েছে। ভারতে এমন আরও অনেকেই আটক আছে। আটকদের দ্রুত স্বদেশে প্রত্যাবাসনের ব্যবস্থা করা হবে।