স্থানীয় সংবাদ

চিতলমারীতে রাস্তায় ব্র্যাক কর্মীর টাকা ছিনতাই

বাগেরহাট প্রতিনিধি ঃ
বাগেরহাটের চিতলমারী উপজেলার পল্লীতে রাস্তায় একজন নারী ব্র্যাক কর্মির টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রেবাতুন্নাহার নামের ওই ব্র্যাক কর্মি সোমবার বিকেলে সংশ্লিষ্ট চিতলমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পেয়ে থানা পুলিশ ছিনতাইকারীদের আটকে ব্যাপক তৎপরতা শুরু করেছে। ঘটনা বিষয়ে বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাকের এরিয়া ম্যানেজার যোগেশ দাস জানান, সোমবার (৪ মার্চ) ব্র্যাক চিতলমারী শাখার কর্মসূচী সংগঠক রেবাতুননাহার (৩৬) গ্রাহকদের কাছ থেকে কিস্তির টাকা উত্তোলনের জন্য উপজেলার উমাজুড়ি কৃপা শিংয়ের বাড়িতে যান। সেখান থেকে দুপুর দেড়টার দিকে মোটরসাইকেলে ফেরার পথে স্থানীয় সন্তোষপুর ইউনিয়নের বটতলা নামক স্থানে পৌঁছালে পিছন থেকে অন্য একটি মোটরসাইকেলে আসা দুই ব্যাক্তি তার কাছে থাকা নগদ এক লাখ ১৬ হাজার টাকা, ২ টি মোবাইল সেট ও একটি ট্যাবসহ মূল্যবান কাগজপত্র কেড়ে নিয়ে চলে যায়। এ সময় আহত অবস্থায় ওই কর্মিকে উদ্ধার করে স্থানীয়রা চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করে। চিকিৎসা শেষে রেবাতুননাহার বাদী হয়ে থানায় একটি মামলার আবেদন করেছেন। চিতলমারী থানার ওসি মোঃ ইকরাম হোসেন জানান, ‘অভিযোগ পাওয়ার সাথে সাথে আমরা অভিযানে নেমেছি। খোয়া যাওয়া টাকা ও মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button