আন্তর্জাতিক মানের কাজ করতে চান সজল

প্রবাহ বিনোদন: ২০২৩ সাল অভিনেতা আবদুন নুর সজলের জন্য অন্য রকম ছিল। সিনেমা কিংবা ওটিটি দুটোতেই তিনি বাজিমাত করেছেন। ‘জ¦ীন’ ও ‘১৯৭১: সেই সব দিন’ সিনেমা, ‘দ্য সাইলেন্স’, ‘ইনফিনিটি’ ‘পাফ ড্যাডি’ ওয়েব কনটেন্ট তার ক্যারিয়ারে অনন্য মাত্রা যুক্ত করেছে। নতুন বছরে আরও ভিন্ন ও মনে রাখার মত কাজ করার প্রত্যয় এই অভিনেতার। নতুন বছরের নিজেকে আরও নতুন করে মেলে ধরতে চান এই অভিনেতা। সেই সঙ্গে দেশের গ-ি পেরিয়ে আন্তর্জাতিক মানের কাজ করার পরিকল্পনা রয়েছে তার। সজল জানান, খুব বেশি কাজ নয়। ভালো গল্প, মানসম্মত কাজ করতে চাই। চলতি বছর ওটিটি-সিনেমার কাজের বেশি জোর দেবো। এ ছাড়া দেশের বাইরে কাজের বিষয়ে কথাবার্তা চলছে। সেদিকে সে চেষ্টাটা বেশি থাকবে। অভিনেতার ভাষ্য, ২০২৩ সালে দর্শকের কাছে যে ভালোবাসা পেয়েছি এটি অবশ্যই ধরে রাখবো। নতুন বছরেও আমার দর্শকদের নিরাশ করতে চাই না।’