বিনোদন

অ্যালেন স্বপন: ৪০০ কোটি টাকার রহস্য উন্মোচনের অপেক্ষা

প্রবাহ বিনোদন: জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকির আলোচিত ওয়েব সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর নতুন সিজন আসছে। রহস্য আর উত্তেজনায় ভরা এই সিরিজের প্রথম সিজন দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছিল। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ঘোষিত হয়েছে ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’-এর মুক্তির তারিখ। আসন্ন ঈদুল ফিতরেই মুক্তি পাচ্ছে এই সিজন, যা আরও বিস্তৃত ও চমকপ্রদ গল্প নিয়ে হাজির হবে দর্শকদের সামনে।
প্রথম সিজনের শেষ দৃশ্যে মুখ ঢাকা একজন ব্যক্তির সঙ্গে কথা বলতে দেখা গিয়েছিল অ্যালেন স্বপনকে। সেই রহস্যময় ব্যক্তির পরিচয় ও তার উদ্দেশ্য কী ছিলÑসেই প্রশ্নের উত্তর খুঁজছে দর্শকরা। ঘোষণার ভিডিওতে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় এক ব্যক্তিকে বলতে শোনা যায়, “আমার চারশো কোটি টাকা কোথায়?”এর পরই অ্যালেন স্বপন স্বভাবসুলভ আত্মবিশ^াসী ভঙ্গিতে বলেন, “আপনাদের কারণে বাইরে আসতেই হলো আমার। মাইশেলফ শামসুর রহমান স্বপন, ওরফে অ্যালেন স্বপন।”
সিরিজের গল্প চট্টগ্রামের এক মাদক ব্যবসায়ীর মানি লন্ডারিংয়ের জটিল জগৎ ঘিরে। স্বপনের ব্যবসার পরিসর কতদূর বিস্তৃত হয়েছে এবং ৪০০ কোটি টাকার কাহিনির আসল সত্য কী, তা এই নতুন সিজনে প্রকাশ পাবে বলে ধারণা করা হচ্ছে।
‘মাইশেলফ অ্যালেন স্বপন’ চরিত্রে অভিনয় করছেন নাসির উদ্দিন খান। প্রথম সিজনে তার অভিনয় দর্শকদের মন জয় করেছিল। নতুন সিজন সম্পর্কে নাসির উদ্দিন খান জানান, “অ্যালেন স্বপন চরিত্রটি দর্শকদের কাছে ভালোভাবেই পরিচিত। এটি এক ভয়ংকর চরিত্র, যা আরও গভীরভাবে তুলে ধরা হবে নতুন সিজনে। আগের মতোই দুষ্টু বুদ্ধির পরিচয় থাকবে, তবে এবার পরিসর হবে আরও বড়।”
চরকি অরিজিনাল সিরিজ ‘সিন্ডিকেট’-এর শেষ পর্বে অ্যালেন স্বপনকে প্রথমবার দেখা গিয়েছিল। সেই জনপ্রিয় চরিত্রকে কেন্দ্র করে নির্মিত হয় স্পিন-অফ সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। এবার দ্বিতীয় সিজনেও নির্মাতা হিসেবে থাকছেন শিহাব শাহীন।
নির্মাতা শিহাব শাহীন বলেন, “দ্বিতীয় সিজনের গল্প ও চরিত্রায়ন আরও প্রাসঙ্গিকভাবে সাজানো হয়েছে। প্রথম সিজনের সাফল্যের পর দর্শকদের প্রত্যাশা অনেক বেড়েছে। এই সিজনে চরিত্রগুলোর সম্পর্কের জটিলতা ও নাটকীয়তা আরও গভীরভাবে তুলে ধরা হয়েছে।”
আগের সিজনের জনপ্রিয় তারকারা যেমন রাফিয়াত রশিদ মিথিলা, আইমন শিমলা, ফরহাদ লিমন ও অর্ণব ত্রিপুরা এবারও থাকছেন। এছাড়াও, নতুন কিছু চরিত্র যুক্ত করা হয়েছে, যাদের নাম শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছে চরকি কর্তৃপক্ষ।
২০২৩ সালে মুক্তির পর মাত্র আট দিনে দুই কোটি মিনিট স্ট্রিমিংয়ের রেকর্ড গড়েছিল ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। এমনকি ১০০ ঘণ্টার মধ্যে এক কোটি মিনিট স্ট্রিমিংয়ের নজিরও স্থাপন করেছিল সিরিজটি। চরকির প্রধান নির্বাহী রেদওয়ান রনি বলেন, “ওটিটি ইন্ডাস্ট্রির জন্য এই রেকর্ড গুরুত্বপূর্ণ, তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ দর্শকদের ভালোবাসা। এই ভালোবাসাই আমাদের নতুন সিজন তৈরিতে অনুপ্রেরণা দিয়েছে।”

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button