বিনোদন

প্রকাশ পেল ‘বরবাদ’-এর প্রথম গান ‘দ্বিধা’

প্রবাহ বিনোদন: আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে ঢালিউডের অন্যতম ব্যয়বহুল চলচ্চিত্র ‘বরবাদ’। এই সিনেমার প্রথম গান ‘দ্বিধা’ সম্প্রতি মুক্তি পেয়েছে, যা ইতোমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। শাকিব খান ও ইধিকা পালের রোমান্সে ভরপুর এই গানটি মুক্তির পর থেকেই অনলাইনে ঝড় তুলেছে।
গানটির কথা লিখেছেন ইনামুল তাহসীন, সংগীতায়োজন করেছেন ও কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান। ‘কখনো রোদ তুমি, কখনো জোছনা, তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না?’Ñএই রোমান্টিক কথামালায় সজ্জিত গানটিতে শাকিব ও ইধিকার মনকাড়া উপস্থিতি ভক্তদের মুগ্ধ করেছে।
শুক্রবার সন্ধ্যা ৭টায় রিয়েল এনার্জি প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে মুক্তি পায় গানটি। মাত্র ২১ ঘণ্টায় এটি দেখেছেন ১২ লাখেরও বেশি দর্শক এবং প্রায় দশ হাজারের মতো মন্তব্য এসেছে, যেখানে ভক্তরা শাকিব-ইধিকার নতুন জুটির প্রশংসায় পঞ্চমুখ।
গানের দৃশ্যায়নে দেখা যায়, একটি অফিসে শাকিব প্রথমবারের মতো ইধিকাকে দেখে মুগ্ধ হন এবং কল্পনার রাজ্যে হারিয়ে যান। এরপর বাস্তবে ফিরে এসেও তার প্রতি আকর্ষিত হতে থাকেন নায়ক। ইধিকার মন জয় করতে শাকিবের নানান প্রচেষ্টা ফুটে উঠেছে গানের গল্পে। কোরিওগ্রাফি করেছেন বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার আদিল শেখ।
‘বরবাদ’ সিনেমা পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়, যা তার পরিচালিত প্রথম সিনেমা। এতে আরও অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা যীশু সেনগুপ্ত, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম ও ফজলুর রহমান বাবু।
প্রযোজনা করেছেন শাহরীন আক্তার ও আজিম হারুন। নির্মাতারা জানিয়েছেন, সিনেমাটি এক ভিন্নধর্মী অ্যাকশন ও রোমান্টিক ঘরানার, যা দর্শকদের নতুন অভিজ্ঞতা দেবে।
ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘বরবাদ’। দর্শকদের প্রত্যাশা পূরণে সিনেমাটি কতটা সফল হবে, সেটি জানা যাবে মুক্তির পরেই।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button