ইউক্রেনের জ¦ালানি স্থাপনায় হামলা চালিয়েছে রাশিয়া

প্রবাহ ডেস্ক : রাশিয়া ইউক্রেনের তিনটি অঞ্চলে জ¦ালানি স্থাপনায় হামলা চালিছে। স্থানীয় সময় গতকাল শনিবার এই হামলা চালানো হয় বলে ইউক্রেনের জ¦ালানি মন্ত্রী গালুশচেঙ্কো জানিয়েছেন। হামলায় সরঞ্জামের বেশ ক্ষতি হয়েছে এবং কমপক্ষে একজন জ¦ালানিকর্মীকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। গালুশচেঙ্কো টেলিগ্রাম মেসেজিং অ্যাপে বলেছেন, রাশিয়া মধ্য ইউক্রেনের ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চল এবং লভিভ ও ইভানো-ফ্রাঙ্কিভস্কের পশ্চিমাঞ্চলকে লক্ষ্য করে হামলা চালায়। ইউক্রেনের বৃহত্তম বেসরকারি শক্তি সংস্থা ডিটিইকে বলেছে, তাদের চারটি তাপবিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ডিটিইকে এক বিবৃতিতে বলেছে, ‘শত্রুরা আবারও ইউক্রেনের জ¦ালানি স্থাপনায় ব্যাপক গোলাবর্ষণ করেছে। কম্পানির যন্ত্রপাতি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।’ সংস্থাটি হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে, তবে বিশদ কোনো বিবরণ দেয়নি। গত ২২ মার্চ থেকে রুশ বাহিনী ইউক্রেনীয় জ¦ালানি স্থাপনায় বোমা হামলা চালিয়ে আসছে। এ ছাড়া প্রায় প্রতিদিন তাপ ও জলবিদ্যুৎ কেন্দ্র এবং অন্যান্য শক্তি অবকাঠামোতে আক্রমণ করেছে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর তাপ উৎপাদনের প্রায় ৮০ শতাংশ এবং জলবিদ্যুৎ ক্ষমতার প্রায় ৩৫ শতাংশ হারিয়েছে। সূত্র : রয়টার্স