আন্তর্জাতিক

আফগানিস্তানে মসজিদে বন্দুকধারীর হামলায় ইমামসহ নিহত ৬

প্রবাহ ডেস্ক: পশ্চিম আফগানিস্তানের একটি মসজিদে বন্দুকধারীর হামলায় ছয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন একজন সরকারি মুখপাত্র। স্থানীয় সময় গত সোমবার রাত নয়টার দিকে এ হামলার ঘটনা ঘটে গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কানি বলেন, ‘গত সোমবার রাত ৯টার দিকে হেরাত প্রদেশের গুজারা জেলার আন্দিসেহ শহরে একটি মসজিদে একজন অজ্ঞাত সশস্ত্র ব্যক্তি প্রার্থনারতদের ওপর গুলি চালায়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তিনি বলেন, “এ ঘটনায় ছয়জন নিহত হয়েছেন এবং একজন আহত হয়েছেন। আফগানিস্তানের স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, বন্দুক হামলায় ইমামও নিহত হয়েছেন। কাবুলে অবস্থিত ইরানি দূতাবাস এই হামলার নিন্দা জানিয়েছে যদিও এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে বিশ্লেষকরা বলছেন, জঙ্গী গোষ্ঠী ইসলামিক স্টেটের আঞ্চলিক শাখা আফগানিস্তানের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি ২০২১ সালের আগস্টে আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতায় ফিরে আসার পর থেকে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের রক্ষা করার প্রতিশ্রুতি দিলেও মানবাধিকার কর্মীদের মতে, তালেবান সেই প্রতিশ্রুতি কার্যকর করার জন্য খুব কম কাজই করেছে

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button