আন্তর্জাতিক

আমিরাতের কাছে ১৪০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

প্রবাহ ডেস্ক : চলতি সপ্তাহে সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সফরের আগে মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ মিত্রের কাছে ১৪০ কোটি ডলারের সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। গত সোমবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-সামরিকবিষয়ক ব্যুরো জানিয়েছে, এই চুক্তির আওতায় ১৩২ কোটি ডলারে ছয়টি সিএইচ-৪৭এফ ‘চিনুক’ হেলিকপ্টার ও আনুষঙ্গিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে। এতে মার্কিন পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার স্বার্থ রক্ষা পাবে বলেও মনে করছে দেশটি। বিবৃতিতে বলা হয়, ‘সংযুক্ত আরব আমিরাত এই হেলিকপ্টার ও সামরিক সরঞ্জাম ব্যবহার করবে অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম, দুর্যোগকালীন সহায়তা, মানবিক উদ্যোগ এবং সন্ত্রাসবিরোধী অভিযানে।’ যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, মধ্যপ্রাচ্যে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা ও অর্থনৈতিক অগ্রগতি অব্যাহত রাখতে আমিরাত যুক্তরাষ্ট্রের এক গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার। গতকাল মঙ্গলবার থেকে প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর শুরু করছেন। সফরকালে ফিলিস্তিনের গাজা পরিস্থিতি ও ইরান নিয়ে আলোচনার পাশাপাশি প্রতিরক্ষা, বিমান চলাচল, জ্বালানি ও কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন খাতে সম্ভাব্য বড় চুক্তি আলোচনায় আসতে পারে। এদিকে হেলিকপ্টার চুক্তির পাশাপাশি, সংযুক্ত আরব আমিরাতের কাছে ১৩ কোটি ডলারের এফ-১৬ যুদ্ধবিমানের যন্ত্রাংশ বিক্রির আরেকটি চুক্তিও অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এ নিয়ে পৃথক এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা বলেন, ‘এই যন্ত্রাংশ আমিরাতের আকাশ প্রতিরক্ষা শক্তি ও সার্বভৌমত্ব রক্ষায় সহায়ক হবে। একইসঙ্গে জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, এই অস্ত্র বিক্রির প্রস্তাবে কংগ্রেস যদি আপত্তি জানাতে চায়, তবে তাদের হাতে রয়েছে ৩০ দিনের সময়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button