আন্তর্জাতিক

যুদ্ধজাহাজ উদ্বোধন দুর্ঘটনার তদন্ত শুরু করেছে উত্তর কোরিয়া

প্রবাহ ডেস্ক : নতুন যুদ্ধজাহাজ উদ্বোধনের সময় হওয়া দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছে। পাশপাশি ক্ষয়ক্ষতি ‘গুরুতর নয়’ বলেও দাবী করা হয়েছে। সিউল থেকে এএফপি এ খবর জানায়। উত্তর কোরিয়া বৃহস্পতিবার জানিয়েছে, বুধবার নবনির্মিত ৫ হাজার টনের নৌ-বিধ্বংসী জাহাজটি চাংজিন বন্দরে উদ্বোধনের সময় দুর্ঘটনার শিকার হয়। সেসময় এটির নিচের অংশ দেবে গিয়ে কিছুটা কাত হয়ে পড়ে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির নেতা কিম জং উন। তিনি এই দুর্ঘটনাকে ‘অপরাধমূলক কাজ’ বলে অভিহিত করেছেন। একই সঙ্গে ‘অনভিজ্ঞ কমান্ড এবং অপারেশনাল অসাবধানতাকে’ ও দায়ী করেন কিম। পুরো ঘটনাটি ‘ “চরম অবহেলায় সংঘটিত অপরাধ’ বলে ঘোষণা দিয়ে ‘এটি সহ্য করা হবে না’ বলেও সতর্ক করে দেন তিনি। এদিকে, দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও সিউলের গোয়েন্দা কর্তৃপক্ষের ধারণা উত্তর কোরিয়ার জাহাজটির ‘পার্শ্ব-উৎক্ষেপণের প্রচেষ্টা’ ব্যর্থ হওয়ায় ভারসাম্য হারিয়ে কাত হয়ে পড়ে। তবে উত্তর কোরিয়ার সরকারি নিউজ এজেন্সি কেসিএনএ গতকাল শুক্রবার জানিয়েছে, প্রাথমিক তদন্তে জাহাজের নিচে কোনো ছিদ্র পাওয়া যায়নি। তারা আরো জানায়, “ডান পাশ কিছুটা ঘষা খেয়েছে এবং উদ্ধার চ্যানেলের ভেতর দিয়ে কিছুটা সমুদ্রের পানি ঢুকেছে।” জাহাজের অবকাঠামোগত ক্ষয়ক্ষতি গুরুতর নয় দাবি করে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করা জরুরি বলেও জানিয়েছে কেসিএনএ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button