আন্তর্জাতিক

ইরানের ওপর মার্কিন হামলার নিন্দা উত্তর কোরিয়ার

প্রবাহ ডেস্ক : গতকাল সোমবার উত্তর কোরিয়া ইরানের ওপর মার্কিন হামলাকে জাতিসংঘের সনদের লঙ্ঘন বলে অভিহিত করে এর নিন্দা জানিয়েছে। তারা মধ্যপ্রাচ্যে উত্তেজনার জন্য এ হামলা ও ‘ইসরাইলের বেপরোয়া বীরত্ব’কে দায়ী করেছে। সিউল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। সপ্তাহান্তে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার বিষয়ে পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়ার এটি প্রথম মন্তব্য। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কর্তৃক প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী কোরিয়া ইরানের ওপর মার্কিন হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। এই হামলা সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা রেখে জাতিসংঘের যে সনদ রয়েছে, তার গুরুতর লঙ্ঘন করেছে।’নাম প্রকাশে অনিচ্ছুক ওই মুখপাত্র আরো দাবি করেছেন, চলমান আঞ্চলিক উত্তেজনা ছিল ‘ইসরাইলের বেপরোয়া বীরত্বের দ্বারা আনা একটি অনিবার্য পণ্য’, যা ‘ইসরাইল ‘নিরন্তর যুদ্ধাপরাধ ও আঞ্চলিক সম্প্রসারণের মাধ্যমে তার একতরফা স্বার্থকে উৎসাহিত করেছে’। গত রোববার ওয়াশিংটন জানিয়েছে, তাদের হামলা ইরানের পারমাণবিক কর্মসূচিকে ‘ধ্বংস’ করেছে। তবে তারা জোর দিয়ে বলেছে যে, তারা এই ইসলামী প্রজাতন্ত্রের সরকারকে উৎখাত করতে চাইছে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে, ইরানের সব পরমাণু স্থাপনার ব্যাপক ক্ষতি হয়েছে। একে ‘সম্পূর্ণ ধ্বংস’ বলাটাই সঠিক হবে!’ তবে তিনি ছবিগুলো সেখানে শেয়ার করেননি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button