আন্তর্জাতিক

ইউক্রেনের দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের প্রথম গ্রাম দখলের দাবি রাশিয়ার

প্রবাহ ডেস্ক: ইউক্রেনের পূর্ব-মধ্যাঞ্চলীয় দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের একটি গ্রাম দখল করেছে রুশ বাহিনী। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম ও যুদ্ধ-ব্লগাররা গতকাল সোমবার জানিয়েছে, এ নিয়ে গত দুই মাসে ইউক্রেনের প্রায় ৯৫০ বর্গকিলোমিটার এলাকা দখল করলো রুশ বাহিনী। তবে এ বিষয়ে ইউক্রেনীয় কর্তৃপক্ষ কিংবা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এখনও আনুষ্ঠানিক কোনও নিশ্চিতকরণ দেয়নি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ’কে দেওয়া এক বিবৃতিতে রুশপন্থি কর্মকর্তা ভøাদিমির রোগভ দাবি করেন, রুশ বাহিনী দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের ‘দাচনয়ে’ নামক একটি গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে। মস্কো ও কিয়েভ সম্ভাব্য শান্তি আলোচনার কথা বললেও, যুদ্ধের মাত্রা বেড়েছে। রুশ বাহিনী গত মাসে ইউক্রেনের সুমি অঞ্চলের প্রায় ২০০ বর্গকিলোমিটার এলাকা দখল করেছে এবং দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে প্রবেশ করেছে। ইউক্রেনীয় ডীপ স্টেট ম্যাপ অনুসারে, ২০২৫ সালের ২৮ জুন পর্যন্ত রাশিয়া ইউক্রেনের এক লাখ ১৩ হাজার ৫৮৮ বর্গকিলোমিটার এলাকা নিয়ন্ত্রণ করছে, যা গত দুই মাসে ৯৪৩ বর্গকিলোমিটার বৃদ্ধি পেয়েছে। রাশিয়া বলেছে, তারা শান্তিতে আগ্রহী। তবে শর্ত হচ্ছে ইউক্রেনকে চারটি সম্পূর্ণ অঞ্চল থেকে সরে যেতে হবে-যেগুলোর বেশিরভাগই এখন রাশিয়ার দখলে। এগুলোকে প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন আইনি ভাবে রাশিয়ার অংশ হিসেবে ঘোষণা করেছেন। অন্যদিকে ইউক্রেন ও তার ইউরোপীয় মিত্ররা বলছেন, এই শর্তগুলো আত্মসমর্পণের শামিল। রাশিয়া আসলেই শান্তি চায় না। ইউক্রেনের এক-পঞ্চমাংশ অঞ্চলের রুশ নিয়ন্ত্রণ তারা কখনোই মেনে নেবে না। রাশিয়ার নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোর মধ্যে রয়েছে-ক্রিমিয়া, লুহানস্ক, ডোনেস্ক, জাপোরিঝিয়া ও খেরসন অঞ্চলের ৭০ শতাংশের বেশি এলাকা, খারকিভ, সুমি ও দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের কিছু অংশ। এই সব অঞ্চলই মূলত ইউক্রেনের পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button