আন্তর্জাতিক

সুদানে আশ্রয়কেন্দ্রে ভয়াবহ ড্রোন হামলা, নিহত অন্তত ৩০

প্রবাহ ডেস্ক : পশ্চিম সুদানের অবরুদ্ধ শহর এল-ফাশেরে এক ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, গতকাল শনিবার একটি বাস্তুচ্যুত মানুষের আশ্রয়কেন্দ্রে এই হামলা চালায় র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)। এল-ফাশের প্রতিরোধ কমিটি জানিয়েছে, অঞ্চলটির একটি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত ‘দার আল-আরকাম’ আশ্রয়কেন্দ্রটিতে সরাসরি আঘাত হানে ড্রোনটি। হামলার পর বহু মৃতদেহ এখনো সেখানে আটকা পরে আছে বলে জানিয়েছেন তারা। ঘটনাটিকে ‘গনহত্যা’ আখ্যা দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে প্রতিরোধ কমিটি। প্রতিরোধ কমিটি মূলত স্থানীয় সেচ্ছাসেবী ও মানবাধিকারকর্মীদের নিয়ে গঠন করা হয়েছে। তারা যুদ্ধকালীন সময়ে সহায়তা ও নৃশংসতার নথি সংগ্রহের কাজ করছেন। ২০২৩ সালের এপ্রিলে সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের মধ্যে যুদ্ধ শুরু হয়। সেই সংঘাতে এখন পর্যন্ত দশ হাজারেরও বেশি মানুষ নিহত, লাখো মানুষ বাস্তুচ্যুত হওয়ার পাশাপাশি প্রায় আড়াই কোটি মানুষ তীব্র খাদ্যসংকটে পড়েছেন। স্থানীয় বাসিন্দাদের ভাষায়, ‘এল-ফাশের এখন এক খোলা কবরস্থান’, এখানে ক্ষুধা ও বোমার আঘাতে প্রতিদিনই প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ। প্রায় ১৮ মাস ধরে চলা এই অবরোধে মানুষের জীবন বিপন্ন হয়ে পড়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button