আন্তর্জাতিক

পাকিস্তান-আফগানিস্তান আলোচনা ফের শুরু হবে: তুরস্ক

প্রবাহ ডেস্ক : আগামী সপ্তাহে ইস্তাম্বুলে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে আরেকদফা শান্তি আলোচনা হবে এবং ততদিন পর্যন্ত যুদ্ধবিরতি বজায় থাকবে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছে। ইসলামাবাদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। আগামী ৬ নভেম্বর পাকিস্তান ও আফগানিস্তান পক্ষ আবারও শান্তি আলোচনায় বসতে যাচ্ছে। জানা যায়, ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষের ঘটনা ঘটে। এরই প্রেক্ষিতে দেশ দুটির প্রতিনিধিরা শান্তি আলোচনায় বসতে যাচ্ছে। গত ৯ অক্টোবর কাবুলে ভয়াবহ বিস্ফোরণে ৭০ জনেরও বেশি নিহত এবং কয়েশ’ মানুষ আহত হন। তালেবান কর্তৃপক্ষ এ ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সব পক্ষ যুদ্ধবিরতি অব্যাহত রাখতে সম্মত হয়েছে। তবে বাস্তবায়নের পদ্ধতিগুলো সম্পর্কে পরবর্তী উচ্চ-পর্যায়ের বৈঠকে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া নেওয়া হবে। এর আগেও পাকিস্তান ও আফগানিস্তান তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় ইস্তানবুলে আলোচনা করছিল, কিন্তু ইসলামাবাদ বুধবার ঘোষণা করে যে আলোচনা ব্যর্থ হয়েছে। পাকিস্তানের একটি নিরাপত্তা সূত্র, পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম পিটিভি এবং আফগান রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আরটিএ গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, আলোচনা আবারো শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে, আগের আলোচনা ভেস্তে যাওয়ার জন্য পাকিস্তানের অযৌক্তিক দাবিকে দায়ী করেছে আরটিএ। অবশ্য আফগান কর্মকর্তারা আলোচনা পুনরায় শুরুর সম্ভাবনার ব্যাপারে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button