দৌলতপুরে যুবলীগের বিক্ষোভ মিছিল ও সভা

স্টাফ রিপোর্টার : নগরীর দৌলতপুুরে গতকাল সন্ধ্যায় দৌলতপুর থানা যুবলীগের উদ্যোগে দেশ ব্যাপী বিএনপি ও জামায়াতের অহেতুক হরতাল অবরোধের নামে নৈরাজ্য, অগ্নী সংযোগ, মানুষ হত্যা, ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। নগর যুবলীগের সাবেক সদস্য কাজী ইব্রাহিম মার্শালের নেতৃত্বে দৌলতপুর থানা যুবলীগ ও তার সকল ওয়ার্ডের নেতাকর্মীর উদ্যোগে দৌলতপুরে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি দৌলতপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পথ সভায় মিলিত হয়। এ সময় যাবেক নগর যুবলীগ নেতা কাজী ইব্রাহিম মার্শাল, কুয়েট বিশ^বিদ্যালয়, কৃষি বিশ^বিদ্যালয়, বিএল কলেজ ও দিবা নৈশ কলেজের কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি, সাঃ সম্পাদক বৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা প্রতীককে বিজয়ী করতে সকলের প্রতি আহবান জানান এবং খুলনা-২ আসনে সেখ সালাহউদ্দিন জুয়েল ও খুলনা-৩ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী বেগম মুন্নজান সুফিয়ানকে পুনরায় মনোনয়নের জন্য উল্লিখিত নেতৃবৃন্দরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট জোর দাবী জানিয়েছেন।