পুলিশ কমিশনারের সাথে ভেটেরিনারি কাউন্সিলের প্রেসিডেন্ট’র সৌজন্য সাক্ষাৎ
স্টাফ রিপোর্টার : খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবার সাথে বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের প্রেসিডেন্টের প্রতিনিধিবৃন্দ সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। ২২ নভেম্বর বুধবার বিকাল পৌনে ৪টায় কেএমপি সদর দপ্তরস্থ নিজ কার্যালয়ে উক্ত সৌজন্য সাক্ষাৎকালে কেএমপি’র পুলিশ কমিশনার ভেটেরিনারি শিক্ষা, পেশা ও সেবা বিষয়ে বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের প্রেসিডেন্টের প্রতিনিধিবৃন্দে’র সহিত পেশাগত সাক্ষাৎ করেন। এসময় তিনি বাংলাদেশ প্রাণিসম্পদ ব্যবস্থাপনার সমস্যা ও প্রতিবন্ধকতা বিষয়ে আলোকপাত করেন। সর্বক্ষেত্রে পুলিশ কমিশনার ভেটেরিনারি কর্মকর্তাদের সার্বিক পুলিশি সহায়তা ও সহযোগিতার আশ্বাস দেন। এসময় বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের সভাপতি ডাঃ মোঃ মনজুর কাদির, সদস্য ও প্রাক্তন সভাপতি ডা: আব্দুর রউফ মোল্লা, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ও বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের সদস্য ডাঃ খন্দকার মাজহারুল আনোয়ার ওরফে শাহজাহান, প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাক্তন উপ-পরিচালক ডাঃ মোহাম্মদ হাফিজুর রহমান এবং বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডাঃ গোপাল চন্দ্র বিশ্বাস উপস্থিত ছিলেন।