খুলনায় অধিক মূল্যে পেঁয়াজ বিক্রি ও ক্রয় রশিদ সংরক্ষণ না করার অপরাধে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
নগরীর ট্রাকস্ট্যান্ড পাইকারি বাজার ও নিউমার্কেট কাঁচা বাজারে ভোক্তার অভিযান
স্টাফ রিপোর্টার : অধিক মূল্যে পেঁয়াজ বিক্রি ও ক্রয় রশিদ সংরক্ষণ না করাসহ বিভিন্ন অপরাধে মহানগরীর পেঁয়াজের বাজারে দুই প্রতিষ্ঠানকে সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১১ ডিসেম্বর বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও জেলা কার্যালয় কর্তৃক সোনাডাঙ্গা ট্রাকস্ট্যান্ড পাইকারি বাজার ও নিউমার্কেট কাঁচা বাজারে তদারকিমূলক এ অভিযান পরিচালনা করা হয়। জানা গেছে, সোনাডাঙ্গা ট্রাকস্ট্যান্ড পাইকারি বাজারে তদারকিকালে পেঁয়াজের ক্রয় রশিদ সংরক্ষণ না করা ও অধিক দামে পেঁয়াজ বিক্রির অপরাধে মেসার্স আর আর বাণিজ্য ভান্ডার-কে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। নিউমার্কেট কাঁচা বাজারে তদারকিকালে পেঁয়াজের ক্রয় রশিদ সংরক্ষণ না করা এবং প্রদর্শিত মূল্য তালিকায় গরমিল করার অপরাধে মোঃ আফফান স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং সেটি আদায় করা হয়েছে। খুলনা বিভাগীয় জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন, খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ওয়ালিদ বিন হাবিব এবং সোনাডাঙ্গা থানার একটি চৌকস টিম। জনস্বার্থে এরূপ অভিযান চলমান থাকবে।