স্থানীয় সংবাদ

বাঙালি জাতিকে মেধাশূন্য করতেই বুদ্ধিজীবীদের হত্যা করা হয়

বুদ্ধিজীবী দিবসের আলোচনায় সভায় শেখ হারুন

স্টাফ রিপোর্টার ঃ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে খুলনা জেলা আওয়ামী লীগ। দিবসের প্রথম প্রহরে গল্লামারী বধ্যভূমি স্মৃতিসৌধে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়। বৃহস্পতিবার বিকাল ৪টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ। এসময়ে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকার। সভাপতির বক্তৃতায় শেখ হারুনুর রশীদ বলেন, ১৯৭১ সালে নয় মাসের রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রামের মধ্যদিয়ে আমাদের বিজয় অর্জন হয়। পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি হানাদার বাহিনী চূড়ান্ত বিজয়ের ঠিক দুই দিন আগে রাজাকার আল-বদর ও আল-শামসের সহযোগিতায় শিক্ষক, চিকিৎসক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, প্রকৌশলীসহ জাতির শ্রেষ্ঠ সন্তানদের রাতের অন্ধকারে বাড়ি থেকে ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করে মিরপুর বধ্যভূমিসহ বিভিন্ন স্থানে ফেলে রাখে। হানাদার বাহিনী জানত এসব বুদ্ধিজীবী বেঁচে থাকলে বাংলাদেশকে গড়ে তুলতে বেশি সময় লাগবে না। তাই তারা বাঙালি জাতিকে মেধাশূন্য করতেই বুদ্ধিজীবীদের হত্যার পরিকল্পনা করে। পাকিস্তানি হানাদার বাহিনীর সেই নির্মমতার কথা, মহান মুক্তিযুদ্ধের কথা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। তাদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জুবায়ের আহমেদ খান জবার পরিচালনায় অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন এডভোকেট কাজী বাদশা মিয়া, অধ্যক্ষ দেলোয়ারা বেগম, বিএমএ সালাম, মোঃ কামরুজ্জামান জামাল, অ্যাডভোকেট ফরিদ আহমেদ, সরদার আবু সালেহ, খালেদীন রশিদী সুকর্ণ, হালিমা ইসলাম, মোখলেছুর রহমান বাবলু, কাজী শামীম আহসান, রফিকুল ইসলাম লাবু, মোহাম্মদ খায়রুল আলম, জামিল খান, বুলু রায় গাঙ্গুলী। মানিকুজ্জামান অশোক, চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ, শেখ মোঃ আবু হানিফ, ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান সোহাগ, সাইফুল ইসলাম, আহমেদ ফিরোজ ইব্রাহীম তন্ময়, ইঞ্জি. বরকত আলী মোঃ ইমরান হোসেন, সরদার জাকির হোসেন, অজিত বিশ্বাস, অ্যাডভোকেট পলাশী রায়, বিধান চন্দ্র রায়, তানভীর রহমান আকাশ, চিশতী নাজমুল বাশার সম্রাট, আল আমিন আহসান ইমু, কবিরুল ইসলাম, শেখ আশরাফুল ইসলাম, বাঁধন হালদার, শেখ রাসেল, মফিজুর রহমান মুন্না, মোহাম্মদ রেজাউল ইসলাম রাজা, মো. ম্ইনউদ্দিন মাসুদ রানা, মোঃ অহিদুজ্জামান, খান জাহিদ হোসান, হোসাইন কবীর সজল, মাজহারুল ইসলাম, সাব্বির হোসেন, কামরুজ্জামান লিটু, সাইদুল হোসেন, বাপ্পি শেখ প্রমূখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button