দৌলতপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবসের নানা কর্মসূচি পালিত

শহীদের প্রতি বিন¤্র শ্রদ্ধায় পুষ্পমাল্য অপর্ণসহ দোয়া মোনাজাত অনুষ্ঠিত
মোঃ আশিকুর রহমান ঃ বাঙালি জাতির হাজার বছরের শৌর্ষবীর্য এবং বীরত্বের এক গৌরবময় দিন, ১৬ ডিসেম্বর। স্বাধীনতার তিপ্পান্ন বছরে পদার্পনের মূহুূর্তে স্বাধীনতার মহান স্থাপতি ও হাজার বছরের শ্রেষ্ট বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবার এবং সকল শহীদ প্রতি বিনম্্র শ্রদ্ধা জ্ঞাপন করে শনিবার (১৬ই ডিসেম্বর) নগরীর দৌলতপুরে ব্যপক কর্মসূচি পালন করেছে বিভিন্ন সরকারী-বেসকারী প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
দৌলতপুর থানা আওয়ামী লীগ ঃ সকালে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান শেষে, দৌলতপুর থানা আ’লীগের সভাপতি ও বিজেএ’র সাবেক চেয়ারম্যান শেখ সৈয়দ আলীর নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা সরকারী বিএল কলেজে বঙ্গবন্ধু মূরালে সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনে পুষ্পমাল্য অর্পন করেন। এসময় উপস্থিত ছিলেন, নগর আ’লীগ নেতা সাংবাদিক নেতা মোজাম্মেল হক হাওলাদার, থানা আ’লীগ নেতা এফএম সাইফুজ্জামান মুকুল, মিজানুর রহমান মিজা তরফদার, শেখ সরোয়ার হোসেন, শেখ আব্দুল হামিদ, শেখ মাঞ্জুরুল হাচান, হেলাল মুন্সি, ওয়ার্ড আ’লীগ সভাপতি আঃ রউফ মোড়ল, আছিফুর রশিদ আছিফ, মনিরুল ইসলাম তরফদার, ওয়ার্ড আ’লীগের সাঃ সম্পাদক মোঃ হারুন অর রশিদ, শেখ অহিদুজ্জামান অহিদ, সাবেক কাউন্সিলর মাকসুদ হাসান পিকু, জাফর ইকবাল মিলন, সংরক্ষিত কাউন্সিলর সাহিদা বেগম, ওয়ার্ড আ’লীগ নেতা জামিরুল বন্দ, শাহ্ আলম মাতুব্বর, শাকিল বিন আলম, শেখ সোলায়মান, মো. আকরাম হোসেন, শহিদুল ইসলাম সেলিম, শেখ ইমাম হোসেন রুবেল, সাংবাদিক রুহুল আমিন, হানিফ ফকির, রাজীব, শাহীন মোল্যা, মুরাদ খান, যুবলীগ নেতা বাচ্চু মোড়ল, পলাশ শেখ, রুবেল শেখ, মহিলা আ’লীগ নেত্রী বিনু ইসলাম, বিথী বিশ^াস, বিএল কলেজ ছাত্রলীগ নেতা নিশাত ফেরদৌস অনি, সাবের আহমেদ, শেখ সেলিমসহ আ’লীগ ও তার সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, দৌলতপুর ঃ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, সরেজমিন বিভাগ দৌলতপুর এর উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে সকালে জাতীয় পতাকা উত্তোলন, র্যালি, আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন, মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ হারুনর রশিদ। বক্তৃতা করেন, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা কামরুল ইসলাম, বৈজ্ঞানিক কর্মকর্তা মাশফিকুর রহমান, সাংবাদিক মোঃ আশিকুর রহমান। আলোচনা শেষে উচ্চমান সহকারী মোঃ আবুল কালাম আজাদ, স্টোর কিপার মোঃ মিজানুর রহমানসহ কর্মচারী ও শ্রমিকদের উপস্থিতিতে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন দৌলতপুর ফায়ার সার্ভিস মসজিদের পেশ ইমাম মাওঃ আইয়ূব আলী।
দৌলতপুর কলেজ ঃ সকালে জাতীয় উত্তোলন, গার্ড অব অনার প্রদান, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, র্যালী, শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনে পুষ্পমাল্য অর্পণ, বিজয় দিবসের আলোচনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। অধ্যাপক আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও প্রভাষক উজ্জ্বল কুমার সাহা ও রিপন আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ এএসএম আনিসুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপধাক্ষ্য মো. সদরুজ্জামান, অধ্যাঃ রফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম। উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন সিনিয়র শিক্ষক অধ্যাঃ তাপস কুমার রায়, রুখসানা খানম, পাপিয়া আক্তার, মো. আরিফুজ্জামান, জাকিয়া পারভীন, গাজী মোজাম্মেল হোসেন, সাবিনা রওশন, সুপ্রীতি মন্ডল, হাসিবুজ্জামান বাবু, রেজওয়ানা হক, মাসুদ খন্দকার, ছাত্র প্রতিনিধি মামুনুর রহমান, ইব্রাহিম বন্দ, শান্ত ইসলাম, আবু তালেব বন্দ, রানা বন্দসহ কর্মকর্তা-কর্মচারী বৃন্দ। অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
সরকারি দৌলতপুর মুহসিন মাধ্যমিক বিদ্যালয় ঃ সকালে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, র্যালি, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগীতা, বক্তৃতা, কুইজ প্রতিযোগীতা, বিজয় দিবসের আলোচনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শহীদুল ইসলাম জোয়ার্দ্দারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিজেএ’র সাবেক চেয়ারম্যান ও দৌলতপুর থানা আ’লীগের সভাপতি শেখ সৈয়দ আলী। বিশেষ অতিথি ছিলেন, ৫নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মাদ আলী, ৫নং ওয়ার্ড আ’লীগের সভাপতি, মুহসীন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি শেখ মফিজুর রহমান হিরু। এ সময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক কানাই লাল বসাক, আশীষ কুমার সরকার, ফিরোজা খানম, উম্মে হাসরাত শারমিন হাসি, মাসুম বিল্লাহ, শাহানাজ মাহমুদ, রীতেশ বিশ্বাস, মো. মাহিন উদ্দিন, আনোয়ার হোসেন, জিনিয়া শারমিন, আব্দুল মজিদসহ কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। প্রতিযোগীতায় অংশ গ্রহন করা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনী শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারসহ সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করেন মাওলানা আবুল হোসেন আজাদী।
দৌলতপুর মুহসীন মাধ্যমিক বালিকা ঃ সকালে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগীতা, ব্যাডমিন্টন প্রতিযোগীতা, বিজয় দিবসের আলোচনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সম্পাদক মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে¡ ও সহকারী শিক্ষক কার্তিক চন্দ্র মন্ডল পরিচালনা সভায় প্রধান অতিথি ছিলেন ৫নং ওয়ার্ড আ’লীগের সভাপতি ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শেখ মফিজুর রহমান হিরু। স¤œানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নগর আ’লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধ মাকসুদ আলম খাজা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শিক্ষানুরাগী মিনা জিল্লুর রহমান, শেখ মোঃ আবুল হোসেন, এ.এফ.এম আশরাফুল আলম, মোল্লা গোলাম কিবরিয়া, শেখ মোখলেছুর রহমান, শরিফা আক্তার। এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মোঃ জিল্লুর রহমান, পাপিয়া খানম। অনুষ্ঠান শেষে প্রতিযোগীতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনীসহ দোয়া মোনাজাত পরিচালনা করেন সহকারী শিক্ষক মোঃ কামাল হুসাইন। একই সাথে বিদ্যালয়ের পক্ষ থেকে বিজয় দিবস উপলক্ষ্য স¤œানিত অতিথি বীর মুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাজাকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
আফিল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় ঃ সকালে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, রচনা প্রতিযোগীতা, আবৃত্তি, বক্তৃতা, কুইজ প্রতিযোগীতা, বিজয় দিবসের আলোচনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খন্দকার আঃ হালিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি, বিদ্যালয় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, ৬নং ওয়ার্ড আ’লীগ সভাপতি মনিরুল ইসলাম তরফদারসহ সকল শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান শেষে প্রতিযোগীতায় অংশগ্রহনকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণসহ বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দেয়ানা মাধ্যমিক বিদ্যালয় ঃ সকালে জাতীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, শিক্ষার্থীদের রচনাসহ বিভিন্ন প্রতিযোগীতা, আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। প্রধান শিক্ষক মোঃ জুবায়ের হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সভাপতি সুলতানা সিরাজ, পরিচালনা পর্ষদের এড, মোফাজ্জেল আলম বন্দ, মো.মনিরুল ইসলাম, এস এম মঈনুল ইসলাম, মো, জাহিদুল ইসলাম, ফাহমিদা ইয়াসমিন, মো. বাকিউল আলম, নমিতা রায়, শিউলি রায়সহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী বৃন্দ। অনুষ্ঠান শেষে প্রতিযোগীতায় অংশগ্রহনকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণসহ বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গ্রীন নারী কল্যান ফাউন্ডেশনঃ নিজস্ব কার্যালয় প্রঙ্গনে নির্বাহী পরিচালক ও দৌলতপুর দিবা-নৈশ কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ছাকেরা বানুর পরিচালনায় আয়োজিত চিত্রাঙ্কন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খালিশপুর রোটারী স্কুলের প্রাক্তন শিক্ষিকা, বাংলাদেশ গার্ল গাইড এ্যাসোসিয়েশন খুলনার আঞ্চলিক কর্মকর্তা সাবিরা সুলতানা, নারী উদ্যোক্তা আনোয়ারা বেগমসহ বিভিন্ন পর্যাযের নারী উদ্যেক্তা, সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে প্রতিযোগীতায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপস্থিত অতিথিবৃন্দ।